এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বানানো চা খেয়ে প্রশংসা করেছেন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএন ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট। গত সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ছবি টুইট করেছেন।
তাতে তিনি লিখেছেন- তার (প্রধানমন্ত্রীর) নিজস্ব রেসিপি দিয়ে তৈরি চা উপভোগ করছি: আদা, এলাচ, মধু এবং মশলা।
অন্য একটি টুইটে, ‘কোয়েস্ট মানে বিজনেস’-এর হোস্ট লিখেছেন — উষ্ণতা এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ #বাংলাদেশ। এটা ছিল আমার প্রথম সফর; তবে এটাই শেষ সফর নয়।
রিচার্ড কোয়েস্ট বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎকার আগামী সপ্তাহে সিএনএনে দেখা যাবে।
বাংলাদেশে প্রথম সফরে এসেছিলেন ব্রিটিশ সাংবাদিক এবং সিএনএন ইন্টারন্যাশনাল বিজনেস করেসপন্ডেন্ট রিচার্ড কোয়েস্ট এবং আসার পর উষ্ণতা এবং আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন এমনটা জানিয়েছন তিনি।