Thursday, March 23, 2023
বাড়িEntertainmentশরীর দেখাতে কখনোই অস্বস্তি বোধ করিনি: অভিনেত্রী জিনাত আমান

শরীর দেখাতে কখনোই অস্বস্তি বোধ করিনি: অভিনেত্রী জিনাত আমান

Ads

বলিউডের একসময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান। একসময় তাকে নিয়মিত অভিনয়ে দেখা যেত তবে এখন তেমন পাওয়া যায়না তাকে ওই সময়টাতে তার সিনেমার দর্শক ছিল ব্যাপক। তবে অতীতে তার অভিনয় জীবন নিয়ে নানা আলোচনা সমালোচনা উঠেছে।

বলিউড অভিনেত্রী জিনাত আমান লিখেছেন, আমি কখনোই পর্দায় অস্বস্তি বোধ করিনি, যদি চরিত্রের খাতিরে আমাকে শরীর দেখাতে হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে এমন কথা লিখেছেন তিনি।

জিনাত কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে তিনি ‘সত্যম শিবম সুন্দরম’ ছবির একটি দৃশ্যের ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই ছবিটি ১৯৭৭ সালে তোলা। ছবি তুলেছেন জেপি সিংগাল। আর পোশাকগুলো ডিজাইন করেছেন অস্কার বিজয়ী ভানু আথাইয়া।

‘সত্যম শিবম সুন্দরম’ নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘বলিউডে সেই সময় এই সিনেমা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ছবিতে আমার অভিনয়ের তুলনায় কথা ছিল আমার পোশাক নিয়ে। কিন্তু এসব নিয়ে আমার কখনো কোনো সমস্যা হয়নি। মুভিটিতে পশ্চিমা পোশাক থেকে সম্পূর্ণ ভারতীয় লুক দেখানো হয়েছে। রাজ কাপুরের পক্ষেই সম্ভব হয়েছিল।

তিনি আরও লিখেছেন, ‘আমি লতা মঙ্গেশকরের জাগো মোহম গানের সঙ্গে পারফর্ম করেছি। আর কে স্টুডিওতে এই দৃশ্যটি শ্যুট করা হয়েছে এবং দেখানো হয়েছে। ডিস্ট্রিবিউটররা অবিলম্বে ছবিটি বুক করে।

প্রসঙ্গত, বলিউডের অনেকেই তাদের অতীত জীবন নিয়ে নানা কথা বলে থাকেন বিশেষ করে অভিনেত্রী যারা রয়েছেন তারা মাঝে মধ্যে অনেকেই নানা অভিজ্ঞতা সম্পর্কে জানিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী জিনাত আমান জানালেন তার অভিজ্ঞতা

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments