Thursday, March 23, 2023
বাড়িConutrywideপারিবারিক পিকনিক থেকে ৪ নারীকে থানায় নিয়ে যৌন হেনস্তার অভিযোগ

পারিবারিক পিকনিক থেকে ৪ নারীকে থানায় নিয়ে যৌন হেনস্তার অভিযোগ

Ads

এবার কক্সবাজারের রামুতে পুলিশের বিরুধ্যে এসেছে একটি গুরুতর অভিযোগ যেখানে দেখা গেছে চার্ নারীকে থানায় নিয়ে গিয়ে তাদের সাথে অনাকাঙ্খিত আচরণ করার অভিযোগ উঠেছে। মূলত রামুতে নিজেদের স্বত্ব দখলীয় বাসভবনের বাগানে পূর্ব-পরিকল্পিত পারিবারিক পিকনিক চলছিল। পিকনিককে ঘিরে শিশুরা হাসি-তামাশা ও ধাঁধায় মেতে ওঠে।

রামু পুলিশ সদস্যরা অপ্রত্যাশিতভাবে তাদের পিকনিকে গিয়ে নারীদের হ7য়রানি করে এবং চার নারীকে গাড়িতে করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর সিসিটিভি ক্যামেরাবিহীন একটি কক্ষে নিয়ে গিয়ে নি2র্যাতন করা হয় বলে অভিযোগ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফতেখানকুল ইউনিয়নের মধ্য মেরাংলোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে পুলিশি হয়3রানির শিকার ২০-২৫ জন নারী চার নারীকে গ্রেপ্তারের প্রতিবাদে রামু উপজেলা চত্বরে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন।

ভুক্তভোগী নারীরা জানান, স্বজনরা তাদের বাড়ির বাগানে পারিবারিক শীতকালীন পিকনিকের আয়োজন করছিলেন। পিকনিক শেষ হওয়ার আগেই রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে পুলিশ এসে পিকনিক বন্ধ করে দেয়। এ সময় নারীরা পিকনিকে খাওয়া-দাওয়া শেষ করতে এক ঘণ্টা সময় চাইলে পুলিশ তাতে রাজি হয়নি।

উল্টো তাদের তাৎক্ষণিক স্থান ত্যাগ করতে তিরস্কার করা হয়। পুলিশের বাধায় উত্তেজনা বিরাজ করছে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে ওই চার নারীকে পুলিশের গাড়িতে টেনে নিয়ে থানায় নিয়ে যায়। এমনকি পিকনিকে রান্না করা তরকারির ডেচকিসহ থানায় নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগী নারীরা অভিযোগ করেছেন, পুলিশ ঘটনাস্থলে বেশ কয়েকজন নারীকে হ4য়রানি ও আ3হত করেছে। তাদের অভিযোগ, রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার দখলকৃত জমি দখলের জন্য এলাকাবাসীর প্ররোচনায় অ1বৈধভাবে চার নারীকে আটক করে।

এদিকে আটক ভুক্তভোগীরা অভিযোগ করেন, আটক করে থানায় নিয়ে যাওয়ার পর ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরীর নির্দেশে দুই পুরুষ পুলিশ সদস্য তাদের সিসি ক্যামেরাবিহীন একটি কক্ষে নিয়ে যায় এবং গর্ভের মধ্যে লাঠি দিয়ে বে3ধড়ক মা6রধর করে। এলাকা

এদিকে পুলিশ জানিয়েছে আদালতের নির্দেশ অমান্য করার কারনে পুলিশ এমন ঘটনা ঘটিয়েছে এবং এ ব্যাপারে রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, আদালতের নির্দেশ অমান্য করে কিছু লোক জায়গা দখল করে অবস্থান করছে এমন অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন আচরণসহ ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে চার নারীকে গ্রেপ্তার করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।নারীদের হ8য়রানির বিষয়ে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে ও থানায় কাউকে মা3রধর বা ক্ষতি করেনি।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments