এবার বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি পেলেন ডিএনসিসির ২য় ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন। জানা গেছে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ায় তাকে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে। সাজ্জাদ হোসেন পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি ও নতুন কমিটির আহ্বায়ক ছিলেন।
বিএনপির সমর্থনে এই কাউন্সিলর ২০১৫ ও ২০২০ সালে দুবার পল্লবী থানার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউন্সিলর সাজ্জাদকে পল্লবী থানা বিএনপির দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপি কার্যালয়ের ভারপ্রাপ্ত সদস্য মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
পল্লবী থানা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রোববার কালশী ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সাজ্জাদ ব্যানার নিয়ে হাজির হন। ওই ঘটনার জের ধরে ঢাকা মহানগর উত্তর বিএনপি থেকে কাউন্সিলর সাজ্জাদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অবশেষে তাকে দলীয় পদ থেকে বরখাস্ত করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমরা একটি ব্যানারের ছবি পেয়েছি। ওই ছবিতে সবকিছু পরিষ্কার। এ ব্যাপারে তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাকে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে ডিএনসিসির দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন বলেন, আমি এ বিষয়ে অবগত নই। আমার নাতনী অসুস্থ। গত কয়েকদিন ধরে হাসপাতালে ছুটছি। আমি বড় সমস্যায় আছি।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে পছন্দ না হলে তারা আমাকে বহিষ্কার করবে। এ বিষয়ে কোনো মতামত নেই।
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এ ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এর আগেও অনেক নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে এবার দেখা গেল একই কান্ড করে বহিস্কার হয়েছেন ডিএনসিসির ২য় ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন।