বাংলাদেশের ক্রিকেট নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে এবং এই সমালোচনা আরো তীব্র হয়েছে সম্প্রতি শেষ হয় এশিয়া কাপের পর থেকে এশিয়া কাপে বাজে পার্ফমেন্স এর পর অবসর নিয়েছে মুশফিক তা নিয়ে নানা কথা হয়েছে এবার বিশ্বকাপের দল থেকে ব্যাড দেয়া যেচে মাহমুদ্দুল্লাহকে তা নিয়ে আবার নানা আলোচনা উঠেছে এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আইন বিভাগের ছাত্র ফারদিন হাসান নিচে তার স্ট্যাটাস তুলে ধরা হলো –
বাংলাদেশের ক্রিকেটারদের বউরা মিলে একটা সংগঠন খুলতে পারে। সভানেত্রী হিসাবে থাকবে সাকিবের বউ শিশির। সাধারণ সম্পাদক হবে মুশফিকের বউ মন্ডি৷ মাঝেমধ্যে যারা একশো চল্লিশ কিলোমিটার গতির ঘুসি কিংবা মাইরধর খেয়ে ডিভোর্স নেয়, ওরা হবে বহিষ্কৃত ও বিদ্রোহী সদস্য। এইখান থেকে রেগুলার বেসিসে বিবৃতি দেওয়া হবে৷ এছাড়াও বাংলাদেশ জাতীয় দলের সিলেক্টর প্যানেলের সাথে যুক্ত হয়ে দল নির্বাচনেও ভূমিকা রাখতে পারবে তারা৷
এই সংগঠনের একাংশ আবার কাজ করবে ফ্যানদের সাথে। তাদের স্বামীরা খারাপ পারফর্ম করলে কিভাবে সে সিচুয়েশন অনুযায়ী রিয়্যাক্ট করতে হবে সেটা নিয়ে প্রতি সপ্তাহে চলবে বিশেষ ওয়ার্কশপ। আমার ধারণা, এইভাবে বাংলাদেশের ক্রিকেটে একটা বিপ্লব ঘটানো সম্ভব। নাহলে বিশ্বকাপ জেতার স্বপ্ন ভুলেই যান!