সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শাকিব বুবলির বিয়ে প্রসঙ্গে নানা আলোচনা চলছে বিশেষ করে বুবলি সবকিছু প্রকাশ করার পর সেই আলোচনা আরো বেগবান হয়ে উঠে তবে এর পরেই মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। কোন কথাই তিনি বলছেন না।
দেশের চলচ্চিত্র জগতে বর্তমানে সবচেয়ে আলোচিত নাম শবনম বুবলী। তবে তাকে নিয়ে আলোচনার কারণ অভিনয় বা সিনেমা নয়। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার বিয়ে, সন্তান, সংসার নিয়ে আলোচনা হচ্ছে। শাকিবের সঙ্গে বিয়ে হয়েছে ঘোষণা দিয়ে মিডিয়াকে এড়িয়ে যাচ্ছেন এই তারকা।
বিষয়টি নিয়ে শাকিব একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেও মুখ বন্ধ রাখেন বুবলী। সাংবাদিকরা দুজনকে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সিনেমার ঘোষণা দিচ্ছেন।
জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমা নিয়ে বুবলীর মন্তব্য জানতে শুটিং সেটে ভিড় করছেন সাংবাদিকরা। এর আগে শাকিব-বুবলী তাদের বাড়ির সামনে গেলেও দেখা হয়নি তাদের।
এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে বুবলী বলেন, কাজ নিয়ে ব্যস্ত আছি। আপাতত, আমি সেই দিকেই ফোকাস করতে চাই। যা বলার তা তো আপনারা জেনেছেনই- আর কি বলব!! আমার শুটিং সেটে সবাই (সাংবাদিক) যেভাবে ভিড় করছে, তা নিজের কাছে কেমন লাগছে!
আমার যা বলার আছে আমি আমার ফেসবুক থেকে বলেছি। এখন এসব বিষয়ে নতুন করে কিছু বলার নেই। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না।
উল্লেখ্য, মার্কিন মুলুকে অভিনেত্রী বুবলি দুই বছর কাটিয়ে দেশে ফেরার পর তার বেবিবাম্প এর ছবি প্রকাশ করে যা নিয়ে নতুন গুঞ্জন শুরু হয় ,বাচ্চার বাবা কে তা জানতে আগ্রহ প্রকাশ করে মানুষ। তবে অনেকেই ধারণা করেছিলেন বাচ্চার বাবা শাকিব খান বস্তুত তাই হয়েছে