বুয়েটের ছাত্র ফারদিন এর না ফেরার দেশে চলে যাওয়া নিয়ে দেশে বেশ আলোচনা উঠেছিল এবং সেই সাথে এই ঘটনার পিছনে কে বা করা রয়েছে এবং কি কারনে এমনটি ঘটেছে তা নিয়ে নানা মানুষের মনে নানা প্রশ্ন উঠেছিল তবে পরবর্তীতে তদন্তকারীরা জানিয়েছে ফারদিন স্বেচ্ছায় না ফেরার দেশে গিয়েছে।এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ওহিদুন্নবী স্বপন। নিচে সেটি তুলে ধরা হল –
রে*ব এর মিডিয়া উইং এর মঈন এখন বলে ” আমি বলি নাই ফারদিন আ#ত্মহ*ত্যা করেছে, আমি বলেছি ফারদিন ব্রীজ থেকে নদীতে ঝাপ দিয়েছে ”
মানে দাঁড়াইলো –
আমি বলি নাই আমি ফেল করেছি আমি বলেছি আমি পরীক্ষায় খালি খাতা জমা দিয়েছি – এই রকম আর কি।
মঈন তোমার চাকুরীটা কি খুব বেশী প্রয়োজন?? কোন কর্পোরেট অসিফে দেখ দারোয়ানের চাকুরী পাও কি না? জনগনের টাকা আর ইউনিফর্ম পরে এইরকম ভাব যে কোন সাধারন মানুষও দেখাইতে পারে।
বাংলাদেশ নেভী কে অনুরোধ এই মা*ল টারে আর ফেরত নিয়েন না – প্লিজ—
আপনাদের একটা ইজ্জত আছে।
ভিডিও লিংক কমেন্টে।