বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে তবে এইবারে নির্বাচনে বিরোধী দলের অংশ গ্রহণ নিয়ে বেশ বিতর্ক তৈরি হচ্ছে বিশেষ করে ভোট প্রদানের জন্য ইভিএম এর ব্যাপারে অনেকেই আপত্তি তুলছে তবে এ বেপারে সাবেক নির্বাচন কমিশনার ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন ইভিএম ভোটারদের জন্য সবচেয়ে বড় অন্তরায়
শনিবার ( ১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে অংশগ্রহণমূলক নির্বাচন ও ইভিএম শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, এতো টাকা খরচ করে যদি ইভিএমএ ভোটারদের আস্থা আনা না যায় তাহলে ইভিএমের কি প্রয়োজন।
এসময় নির্বাচন পর্যবেক্ষক মনিরা খান বলেন, আগে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা দরকার। ইভিএম অংশগ্রহণমূলক নির্বাচনের উপাদান নয়। ইভিএমে ভোটারদের আস্থা আছে কিনা সেটা ভাবা দরকার।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার বলেন, ইভিএমে ভোট হওয়ার সময় আঙ্গুলের ছাপ মিলছে না তখন ১% ভোট দিলো নাকি ২৫% ভোট দিলো সেটা বুঝার উপায় কি? ইভিএম বাদ দিয়ে অংশগ্রহণ নির্বাচন নিশ্চিত করার দাবিও তোলেন তিনি।
উল্লেখ্য, ইভিএম এ ভোট নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে মানুষের মধ্যে অনেকেই এটিকে ভোটের জন্য উপযুক্ত মনে করছেন না। এছাড়া ইভিএম এ ভোট দিয়ে ভোটাররা আস্থা পাচ্ছেন না এমন কথাও উঠছে