Monday, January 30, 2023
বাড়িEntertainmentসিয়াম ও পরীর ছবিটায় চোখ আটকে যাচ্ছে, অন্য দেশের মানুষের কাছেও তারা...

সিয়াম ও পরীর ছবিটায় চোখ আটকে যাচ্ছে, অন্য দেশের মানুষের কাছেও তারা ছোট হচ্ছে: শাহানাজ খুশি

Ads

সম্প্রতি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর পোস্টার ও ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পুত্র রাজ্যকে নিয়ে এসেছিলেন সিনেমার নায়িকা পরীমনি। যেখানে উপস্থিত ছিলেন নায়ক সিয়াম আহমেদও। এরপর দেখা যায় সিয়ামের কোলে বসে আসে রাজ্ পরীর সন্তান রাজ্য। এই ছবি দেখে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া ছড়িয়েছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শানাজ খুশি। নিচে সেটি তুলে ধরা হল-

 

ছবিটাই বার বার চোখ আটকে যাচ্ছে! কি মায়াভরা?! সিয়ামের কোলে রাজ্য!! এরই নাম সহকর্মী/কলিগ!! এটাই পারস্পারিক শ্রদ্ধাবোধ।
আমরা শুধু গোপন প্রণয়ের খবরে হৈচৈ ফেলে দিই! সে হৈচৈ করতে যেয়ে ভুলে যাই, ছেলে অথবা মেয়েটা আমাদের দেশের! অন্য দেশের মানুষের কাছেও তারা ছোট হচ্ছে⁉️
অন্য কোন সৌন্দর্য্য দেখতে ভুলে গেছি⁉️ এ মাতৃত্ব এবং ভাতৃত্ববোধ অক্ষুন্ন থাকুক।পরী আর সিয়ামের সিনেমার জন্য শুভ কামনা।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments