কাতার বিশ্বকাপে বেশি ভালো খেলতে পারেনি লাতিন আমেরিকার দেশ ব্রাজিল কোয়াটার ফাইনালে গিয়েই শেষমেশ ক্রোশিয়ার কাছে হেরে ফিরতে হলো তাদের তবে দল হারলেও এই বিশ্বকাপে রিচার্লিসনের ‘বাইসাইকেল কিক’ গোলটি কাতার বিশ্বকাপের সেরা গোল। সোশ্যাল মিডিয়ার জরিপে রিচার্লিসনের গোলটি বিশ্বকাপের সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোটের ফলাফল ঘোষণা করেছে ফিফা।
গোল কাতার বিশ্বকাপের সেরা গোলটি বেছে নিতে ভোটের আয়োজন করেছিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এক টুইট বার্তায় ফিফা জানিয়েছে, ভক্তরা ১০ ফুটবলারের গোলের মধ্যে রিচার্লিসনের গোলটিকে সেরা হিসেবে বেছে নিয়েছে। সেই ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। দুটি গোলই করেন রিচার্লিসন।
ফিফার টুইটে আরও জানানো হয়েছে যে পোল্যান্ডের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের গোল, ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমারের ড্রিবল এবং মেক্সিকোর বিপক্ষে এনজো ফার্নান্দেজের গোল সেই ১০ ফুটবলারের মধ্যে ছিল।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপে শুরুতেই ভালো শুকনা করেছিল ব্রাজিল কিন্তু গ্রূপ পর্ব টপকে কোয়াটারে গিয়ে তারা বাদ পরে যায়। মূলত ক্রোশিয়ার বিপক্ষে এক এক এ সমতা হওয়ার কারনে খেলা ট্রাইব্রেকারে গড়ায় এবং সেখানে হরে ব্রাজিল