বিএনপির মহা সমাবেশ চলছে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তারা সমাবেশ সম্পন্ন করেছে এবং সেই সাথে আগামী দিনেও তাদের পরিকল্পনা রয়েছে বৃহৎ বিশেষ করে ১০ ডিসেম্বরের কথা শোনা যাচ্ছে জোরালোভাবে। এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক এবং বিশ্লেষক শামসুল আলম। নিচে তার স্ট্যাটাসটি তুলে ধরা হল –
এক দফা এক দাবী___অবশেষে বিএনপি মহাসচিবের মুখে জনতার সেই আওয়াজ!
পাবলিকও স্লোগান ধরেছে___ হাসিনা তুই কবে যাবি?
তিনি বলছেন___নো কম্প্রেমাইজ – যেতে হবে।
তিনি আরও বলছেন, দশ তারিখ সমাবেশ করতে দিবে না- এটা কি কারো বাপের রাজত্ব? দশ তারিখেই এখানে মহাসমাবেশ হবে। বাধা দিলে বাঁধবে লড়াই॥
বুঝা গেলো কি কিছু?
ধীর ধীরে মির্জা ফখরুল ইসলাম গণমানুষের মহাসচিব হয়ে উঠেছেন। যে যেই ভাষায় বুঝে, তার সাথে সেই ভাষায়ই কথা বলতে হয়।সতাই বলছেন!
লাস্ট ওয়ার্ড কি যেনো বললেন? …. নো কম্প্রোইজ। আর এটাই তো দেশনেত্রীর বৈশিষ্ট্য