বিশ্বের বিভিন্ন জায়গায় দেখা যায় বিমান দুর্ঘটনা ঘটে এবং এই সকল দুর্ঘটনার কবলে পরে অনেক মানুষ না ফেরার দেশে চলে যায় তারই ধারাবাহিকতায় এবার মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর প্রধান ও জননিরাপত্তা মন্ত্রীসহ পাঁচজন না ফেরার দেশে গিয়েছেন। বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে। কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে বি’স্ফো’রণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মেক্সিকোতে সরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া সাধারণ ঘটনা। সম্প্রতি আরেকটি দুর্ঘটনায় ১৪ জন নৌবাহিনীর কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, মেক্সিকোতে প্রায়ই সরকারি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। তবে এবারের দুর্ঘটনা নিয়ে বেশ আলোচনা তৈরী হয়েছে এক কারন হচ্ছে নিরাপত্তা বাহিনীর প্রধান ও জননিরাপত্তা মন্ত্রীসহ পাঁচজন না ফেরার দেশে গিয়েছেন।