Thursday, March 23, 2023
বাড়িConutrywide২৪ বছর ধরে বিদেশে, সারা জীবনের সঞ্চয় বউয়ের নামে দিয়ে আমি আজ...

২৪ বছর ধরে বিদেশে, সারা জীবনের সঞ্চয় বউয়ের নামে দিয়ে আমি আজ প্রতারিত হয়েছি : সৌদি প্রবাসী

Ads

পরকীয়ার ঘটনা দেশের বিভিন্ন জায়গায় ঘটছে বিভিন্ন সময়। পরকীয়ার এইসকল ঘটনায় দেখা যাচ্ছে ধ্বংস হচ্ছে অনেক সংসার। এমনি একটি পরিক্যার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোনাবালুয়া গ্রামে। এই ফটনা নিয়ে এখন গ্রামবাসীর মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

আমার সন্তানদের এমন অপকর্মের জন্য রাস্তায় বের হতে পারি না, মানুষের কথা শুনতে হয়, মাঝে মাঝে বিষ পান করে মরে যাই, আমার দুই নাবালক নাতির কথা ভেবে মরতে পারি না।

কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সোনাবালুয়া গ্রামের এক বাসিন্দা। দুই সন্তানের জননী তার মেয়ে সৌদি প্রবাসী স্বামীর প্রায় তিন কোটি টাকা ও ৩২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ির নির্মাণ শ্রমিকের হাত থেকে পালিয়েছে।

সরেজমিনে জানা যায়, ২০১০ সালে নবীনগর উপজেলার বারিকান্দি ইউনিয়নের কুলাসিন গ্রামের সৌদি আরব প্রবাসীর সঙ্গে একই ইউনিয়নের এক তরুণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর প্রবাসীর স্ত্রীর নামে বারিকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামে একটি জমি কিনে একটি টিনশেড ঘর তৈরি করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের বাড়িতে একটি মেয়ে ও একটি ছেলে আসে।

প্রবাসী ৬ বছর আগে শেষ ছুটিতে দেশে এসেছিলেন। স্বপ্নের বাড়ি তৈরির জন্য স্ত্রীকে লাখ লাখ টাকা পাঠাতেন। তার পাঠানো টাকা দিয়ে গত বছর ওই বাড়িতে তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করেন।

প্রবাসীর স্ত্রী বিদেশে থাকাকালীন কাজ দেখাশোনা করেন। বাড়িটি নির্মাণের দায়িত্ব নেন থোল্লাকান্দি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে নজরুল ইসলাম। স্বামীর অনুপস্থিতিতে ওই ভবনের নির্মাণ শ্রমিক নজরুল ইসলামের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

সন্তানের অপকর্মে বাকরুদ্ধ হয়ে গেলেন প্রবাসী স্ত্রীর বাবা। তিনি বলেন, ২২ জানুয়ারি আমার মেয়ে তার দুই নাবালক সন্তানকে রেখে ব্যাংক থেকে টাকা তুলতে বাড়ি থেকে বের হয়। এ সময় বাড়ি নির্মাণ শ্রমিক নজরুলের সঙ্গে ঘরের ৩২ ভরি স্বর্ণালঙ্কার, জমি বিক্রির নগদ ৪২ লাখ টাকা ও বাড়ির কাজের জন্য ২ লাখ ৮ হাজার টাকা, নগদ ৭০ লাখ টাকাসহ প্রায় ২ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। তার স্বামী তার অ্যাকাউন্টে পাঠিয়েছে। নজরুলের নামে শ্যামগ্রাম সোনালী ব্যাংক থেকে নরসিংদী ইসলামী ব্যাংকে ২০ লাখ টাকা স্থানান্তরের নিশ্চিতকরণ আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, প্রবাসী জামাই আমার মেয়েকে অনেক বিশ্বাস করতেন। এ ঘটনার খবর পেয়ে বিদেশে অসুস্থ হয়ে পড়েন ওই প্রবাসী। তার দুই নাবালক সন্তান মায়ের জন্য দিনরাত কাঁদছে। তার কোনো সন্ধান না পাওয়ায় ২৯ জানুয়ারি নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করি।

ভিডিও বার্তায় ওই প্রবাসী বলেন, ২৪ বছর ধরে বিদেশে অবস্থান করছি। আজ আমি আমার স্ত্রীর নামে প্রতারণার শিকার হয়ে সরল বিশ্বাসে নিঃস্ব হয়ে গেছি, আমার দুই নাবালক সন্তানকে এতিম করা হয়েছে। দুই অবুঝ শিশু মাকে ফিরে পেতে কাঁদছে। এ ঘটনায় স্ত্রী ও নজরুলের দৃষ্টান্তমূলক বিচার চাই; যাতে কোনো বিদেশি আমার মতো প্রতারিত না হয়।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সেই পরকীয়ার ঘটনা প্রসঙ্গে নজরুলের বাবা কুদ্দুস মিয়া জানানগত ২২ জানুয়ারি তার ছেলে কাঠ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।এদিকে ওই প্রবাসীর মানসিক অবস্থা খুবই শোচনীয় অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments