Friday, March 24, 2023
বাড়িopinionশেয়ারবাজারে কারসাজিতে এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের নাম এসেছে : শামসুল

শেয়ারবাজারে কারসাজিতে এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের নাম এসেছে : শামসুল

Ads

শেয়ার বাজার কারসাজিতে অনেক মানুষ সর্বশান্ত হয়েছেন এবং অনেকের মাথায় উঠেছে হাত তবে এই শেয়ার কেলেঙ্কারির পেছেন এবার নাম উঠেছে সাবেক স্বরাষ্টমন্ত্রী মখা আলমগীরের এবং ক্রিকেটারে সাকিব আল হাসানের। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল –

শেয়ারবাজারে কারসাজিতে এবার চাঁদপুর-১ আসনের সংসদ-সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (ম খা) আলমগীরের নাম এসেছে। বাজারে বহুল সমালোচিত আবুল খায়ের হিরু চক্রের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজিতে জড়িয়েছেন পদ্মা (ফারমার্স) ব্যাংকের সাবেক এ চেয়ারম্যান।
এর সঙ্গে আবারও সামনে এসেছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের নাম। আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসানের নেতৃত্বে চক্রটি এই কারসাজি করে।

সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে ২ মাসে তারা কোম্পানিটির শেয়ারের দাম ৭২ শতাংশ বাড়িয়েছে। আর এই প্রক্রিয়ায় চক্রটি ৫ কোটি ১৮ লাখ টাকা মুনাফা করেছে। এসব তথ্য উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদনে। এটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে। ইতোমধ্যে এই চক্রকে ২ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments