জাতীয় নির্বাচন সুষ্ঠ হয়নি এর আগেও এই বিষয় নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অনেকের মধ্যে তবে এবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন তিনি নিজেই ঘটনার সাক্ষী নির্বাচনে কারচুপি হয়েছে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখককে শশামসুল আলম। নিচে তার স্ট্যাটাস তুলে ধরা হল-
এক্কেবারে ফাটিয়ে দিয়েছেন আমাদের প্রিয় বকুল ভাই (সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল)। তিনি সাক্ষ্য দিয়ে বলছেন, গত নির্বাচনে আইজিপির নেতৃত্বেই ভোট কাটা হয়েছে রাতে এবং বিএনপির প্রার্থীদেরকে পুলিশ র্যাব বিজিবি দিয়ে ঘেরাও করে রেখেছে যাতে করে তারা ভোটকেন্দ্রের কাছে না যেতে পারে- তিনি নিজেই এই ঘটনার সাক্ষী, এজন্য আর কোন সাক্ষীর দরকার নাই। তিনি আরও প্রশ্ন তুলেছেন পুলিশের প্রফেশনালিজম কোথায় নেমেছে যে, সাগর-রুনি হত্যাকাণ্ডের চার্জশিট ৯৫বারেও দিতে পারে না?
কি করছেন বিএনপির স্টান্ডিং কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদের সাথে, কেন তাকে পাওয়া গেল শিলংয়ের রাস্তায়, তিনি তো পাগল ছিলেন না। তিনি প্রশ্ন তুলেছেন, ফারদিনকে হত্যা করা হলো, অথচ পুলিশ কি করে ফাইনাল রিপোর্ট দিলো সে নাকি নিজেই বস্তায় ঢুকে মুখ বন্ধ করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? তিনি আরো প্রশ্ন রেখেছেন, তিনদিন আগে ডাচ-বাংলা ব্যাংকের ডাকাতি হওয়া ১১ কোটি টাকার মধ্যে নয় কোটি উদ্ধার করলে পুলি, কিন্তু গুণে পাওয়া গেলো তিন কোটি, বাকী পাঁচ কোটি লোপাট করলো কে? পুলিশের প্রফেশনালিজম কোথায় নেমেছে? কি জবাব?