Thursday, March 23, 2023
বাড়িopinionআ.লীগের সাধারণ সম্পাদক, পুলিশের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা সহ অনেকে এই ফাউল...

আ.লীগের সাধারণ সম্পাদক, পুলিশের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা সহ অনেকে এই ফাউল করে ফেলেছেন : সঞ্জু

Ads

হিরো আলম বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন ব্যাক্তিত্ব, সম্প্রতি তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং দেখা গেছে নির্বাচনে তিনি অল্পসংখক ভোটে হেরে গিয়েছেন। তবে এর পর তাকে নিয়ে কথা বলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু। নিচে সেটি তুলে ধরা হল –

পলিটিশিয়ানদের মনের ভেতর যাই থাকুক না কেন, সর্বাবস্থায় ‘পলিটিকেলি কারেক্ট’ অবস্থান নিতে হয়। ব্রিটিশরা এই চেষ্টা করেন।রাজনীতির ফুটবল মাঠে গোল করার মনোভাব নিয়ে যখন হিরো আলমের আবির্ভাব হয়, তখন কিন্তু এই মাঠের পুরনো তারকা খেলোয়াড়রা ফাউল করা শুরু করে দিতে পারেন। অর্থাৎ, তাদের পক্ষে ‘পলিটিকেলি কারেক্ট’ থাকা কষ্টকর হয়ে যেতে পারে।আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পুলিশের সাবেক একজন শীর্ষ কর্মকর্তা সহ অনেকে এই ফাউল করে ফেলেছেন।

সারা দেশের মানুষ জানে হিরো আলম কে, তাঁর যোগ্যতা কী এবং তিনি কতদূর যেতে পারেন।
হিরো আলমের নিজেরও ধারনা আছে নিজের সক্ষমতা এবং যোগ্যতা সম্পর্কে।
‘পলিটিকেলি কারেক্ট’ আচরণের পেছনে যারা তাদের প্রকৃত চেহারা লুকিয়ে রাখেন তাদের জন্য হিরো আলম একটি ফাঁদ।
ফেইক লোকেরাই এই ফাঁদে পা দিয়ে ধরা খায়।

ফেইক লোকেরাই হিরো আলমের কাছে ধরা খাচ্ছে।
আর হিরো আলম তাঁর মতো করে আরও বড় হিরো হচ্ছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments