দেশের কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার কবলে পরে না ফেরার দেশে চলে যাচ্ছে অনেক মানুষ তারই ধারাবাহিকতায় এবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক তরুণী না ফেরার দেশে চলে গিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। না ফেরার দেশে চলে যাওয়া তরুণী তার পরিবারের সঙ্গে সৌদি আরবে থাকতেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহত তরুণীর নাম জাহানারা আক্তার (১৭) এবং সে নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদের মেয়ে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার উপজেলার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআই নজরুল জানান, নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার জালাল আহমেদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। মেয়েরা তাকে অনেক দিন ধরেই বলে আসছিল যে তারা দাদার বাড়ি দেখবে। মেয়েদের নানার বাড়ি দেখাতে গত রোববার রাতে তারা বিমানে বাংলাদেশে আসেন। রাতে বাড়ি ফেরার জন্য প্রাইভেট কার যোগে রওনা হয়। সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ পদুয়ার বাজার ইউটার্নে একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জালাল আহমেদের মেয়ে জাহানারা আক্তার মারা যান।
এ ছাড়া জালাল আহমেদ, তার স্ত্রী বিলকিস বেগম, ছোট মেয়ে সুলতানা জাহান ও প্রাইভেটকার চালক মো. আহত হন আলাউদ্দিন। তাদের উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই। প্রাইভেটকারটি উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, সড়কে নিয়মনীতি অনুসরণ না করার কারনে প্রতিনিয়ত নানা দুর্ঘটনা ঘটছে এবং সড়কে ধূলিসাৎ হয়ে যাচ্ছে অনেকের স্বপ্ন। না ফেরার দেশে চলে যাচ্ছে অনেক মানুষ