পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে সারা বিশ্বের মুসলিম উম্মাহ এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালন করেছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের চট্ট্রগ্রামে জশনে জুলুসে হয়েছে এবং সেখানে বিপুল মানুষ অংশ নিয়েছে যার কারনে এই জনসমাগমকে গিনেসবুকে নথিভুক্ত করতে চাওয়ার আবেদন করা হয়। এই প্রসঙ্গে এবার একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুল হাই সঞ্জু, নিচে সেটি পাঠকদের জন্য দেওয়া হল-
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের লোকজন বাংলাদেশের চট্টগ্রাম জেলায় গেছেন জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীতে লোকসমাগম দেখতে।
চট্টগ্রামবাসী আশা করছেন, বিশ্বের সবচেয়ে বড় জুলুস হিসেবে এটি রেকর্ডে স্থান পাবে।
আরও একটা রেকর্ড কিন্তু অলরেডি হয়ে আছে, শুধু নথিভুক্ত হওয়া বাকী। যেহেতু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের লোকজন এখন বাংলাদেশেই আছে, তাঁরা রেকর্ডটি নথিভুক্ত করে নিয়ে আসতে পারেন।
রেকর্ডটি হলোঃ
বিশ্বের সর্বপ্রথম সরকারপ্রধান হলেন শেখ হাসিনা, যার মানহানির অভিযোগে একযোগে সর্বোচ্চ সংখ্যক মামলা হয়েছে।
আরেকটু তলিয়ে দেখলে আরও একটি রেকর্ড পাওয়া যেতে পারে। সেটি হলোঃ
বিশ্বের সবচেয়ে নাজুক সম্মানের অধিকারী শেখ হাসিনা।