Friday, March 24, 2023
বাড়িEntertainmentছেলের কারণে মাঝরাতে থানায় ছুটতে হলো বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীকে

ছেলের কারণে মাঝরাতে থানায় ছুটতে হলো বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীকে

Ads

কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। দুর্দান্ত অভিনয়ের মাধমে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে ব্যাক্তিগত জীবনে ব্যাপক সমালোচিত হয়েছেন এই অভিনেত্রী একাধিক বিয়ে এবং সম্পর্করে কারনে তাকে নিয়ে এই আলোচনা ছড়িয়েছে।

ছেলে অভিমন্যুর কারণে মাঝরাতে থানায় ছুটতে হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তীকে। এর আগেও শ্রাবন্তী-পুত্রের নামে নানা খবর এসেছে। কিন্তু এবার পানি পুরোপুরি থানায় পৌঁছে গেছে। সোমবার রাতে মা-ছেলে দুজনকেই যেতে হয়েছে আনন্দপুর থানায়।

হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, বাইপাসের ধারে বিলাশুল আবাসন আরবানাতে থাকেন শ্রাবন্তী। অভিমন্যু সেখানকার বাসিন্দাদের একজনের সাথে ঝামেলায় পড়ে যান। শোনা যায়, মৌখিক তর্কের জেরে নায়িকার ছেলেকে লাঞ্ছিত করেন ওই ব্যক্তি। আর খবরটা শ্রাবন্তীর কানে পৌঁছতেই শ্রাবন্তী চলে আসেন।

বর্তমান প্রেমিক একজন ফিটনেস প্রশিক্ষক। তারা ওই ব্যক্তির বাড়িতে পৌঁছেছে। আর তার পরেই বাকবিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। দাঙ্গা এতটাই জটিল হয়ে ওঠে যে সবাইকে নিয়ে যাওয়া হয় আনন্দপুর থানায়। তবে এফআইআর দায়ের হয়নি। থানায় গিয়ে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে ফেলেছে।

উল্লেখ্য, রাজীব বিশ্বাস ও শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ছিলেন প্রথম স্বামী। ডিভোর্সের পর মায়ের কাছে বড় হয়েছেন তিনি। তিনি তার বাবার মতো পরিচালক হতে পছন্দ করেন, তার মায়ের মতো অভিনয় নয়। শ্রীজিতের মানবজমিন ছবিতেও কাজ করেছেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments