Thursday, March 23, 2023
বাড়িNationalদেশবাসীর কাছে যে অনুরোধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশবাসীর কাছে যে অনুরোধ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

Ads

দেশে কাঁচা খেজুরের রস খাওয়া নিয়ে সতর্ক করা হলেও অনেকে তা উপেক্ষা করে পান করছেন যার কারনে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে। সেই কারনে নিপাহ ভাইরাস থেকে বাঁচতে কাঁচা খেজুরের রস না খাওয়ার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

জাহিদ মালেক জানান, দেশের বিভিন্ন এলাকায় এ পর্যন্ত আটজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাখিদের খাওয়া কাঁচা রস ও ফল খেলে এ রোগ হয়। বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড়ের খাওয়া খেজুরের রস পান করলে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়। এই ভাইরাসের কোনো ওষুধ নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের ৭০ শতাংশ মারা যায়।

তিনি আরও বলেন, ‘আমরা এই ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে পদক্ষেপ নিয়েছি। আমরা টিভিসি করেছি। হাসপাতালের একটি পৃথক ইউনিটে সংক্রমণের চিকিত্সা করা হচ্ছে। অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শে এলে এটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর একাধিক সংক্রমণ ঘটে। আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব ছাড়াও বেসরকারি হাসপাতালের ফি এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, শীতের মৌসুমে খেজুরের রস অনেকের প্রিয়। এই রস দিয়ে নানা রকম পিঠা তৈরী তো আছেই সেই সাথে কাঁচা খেজুরের রস ও মানুষের খুবই পছন্দের।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments