এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা উঠেছে দক্ষিণ ভারতীয় এক অভিনেত্রীর বিরুধ্যে ওই অভিনেত্রীর নাম হানসিকা মোতওয়ানি। বান্ধবীর ঘর ভেঙে তিনি নিজের সংসার পেতেছেন এটি নিয়ে জন্য কথা। অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।
অভিযোগ, তিনি তার সেরা বন্ধুর স্বামীকে চুরি করেছেন। সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেছেন হানসিকা। রাজস্থানের জয়পুরের মুন্ডোটা ফোর্টে ৪ ডিসেম্বর ট২২ -এ তাদের রাজকীয় বিয়ে হয়েছিল। ওই বছরের নভেম্বরে তারা তাদের সম্পর্কের ঘোষণা দেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে হানসিকা বলেন, সোহেল তার ‘বেস্ট ফ্রেন্ড’। ‘হানসিকার প্রেম, শাদি, নাটক’ অনুষ্ঠানে, তারা তাদের সম্পর্ক, বিয়ের অনুষ্ঠান এবং তাদের চারপাশের বিভিন্ন বিষয় প্রকাশ করেছিলেন।
সোহেলের প্রথম বিয়ে ভেঙে যাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় তিনিই দায়ী। এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করে হানসিকা বলেন, “মিডিয়ায় যে বিস্তারিত লেখা হয়েছে, বেস্ট ফ্রেন্ড, অমুক…দেখে আমার ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা
সোহেলের প্রথম বিয়েতে তার উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সোহেল তার ভাইয়ের প্রিয় বন্ধু। তাই তাদের সম্পর্কের গভীরতা প্রকাশ করতে গিয়ে হানসিকা বলেন, ‘সে সবসময় আমার কাছাকাছি ছিলেন। সে ছিল আমার ভাইয়ের প্রিয় বন্ধু। ধীরে ধীরে আমার প্রিয় বন্ধু হয়ে উঠলাম। এভাবেই শুরু হলো।
এরপর অভিনেত্রী বলেন, “এর আগেও আমাদের দুজনের জীবনে প্রেম ছিল। আমরা অনেককে ভালোবেসেছি। যে কারণেই হোক, সেই সম্পর্কগুলো টেকেনি। অবশেষে আমরা আমাদের সঠিক ভালোবাসা খুঁজে পেয়েছি। অভিনেত্রী বলেন, অনেক মানুষ ভালো বর পাও।
উল্লেখ্য, দক্ষিণ ভারতীয় অভিনেত্রীদের মধ্যে বেশ আলোচিত একজন হচ্ছেন হানসিকা। ক্যারিয়ার শুরু হয়েছে মডেলিং এবং সিনেমায় কাজ করার মাধ্যমে এর পর তিনি ব্যাপক আলোচনায় আসেন তার অভিনয় এর কারনে তবে ব্যাক্তিগত বিষয় সামনে আসতে না আসতেই তা নিয়ে শুরু হয়েছেন নানা আলোচনা সমালোচনা