Thursday, March 23, 2023
বাড়িEntertainmentগাড়ি উপহার না পেলে সেই শিক্ষকের বিরুধ্যে মামলার হুমকি হিরো আলমের

গাড়ি উপহার না পেলে সেই শিক্ষকের বিরুধ্যে মামলার হুমকি হিরো আলমের

Ads

নির্বাচনে এমপি হিসেবে দাঁড়িয়েছিলেন হিরো আলম বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি তবে শেষ পর্যন্ত জয়ের দেখা পাননি তিনি। এদিক বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নির্বাচনী কাজে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এক শিক্ষক যা নিয়ে বেশ আলোচনা উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, তবে হিরো আলমকে নির্বাচনী কাজের জন্য গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়ে বিপাকে পড়েছেন ওই শিক্ষক।

মঙ্গলবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল জব্বার একাডেমি ও উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ এম মুখলেছুর রহমান তার ফেসবুক আইডি ‘অধ্যক্ষ এম মুখলেছুর রহমান’-এ ঘোষণা দেন যে তিনি হিরো আলমকে তার ব্যবহৃত নোহা গাড়ি উপহার দেবেন।

তার ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তিনি ফেসবুকে তিন মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে নিজেকে ভাইরাল করতে তিনি এই পোস্ট করেছেন বলে মন্তব্য করেছেন অনেকে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই শিক্ষক তার ফেসবুকে ফের ঘোষণা দেন, ‘আজ দুপুর ১২টার দিকে হিরো আলমের সঙ্গে কথা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি নোহা গাড়ি নিতে তার বাসায় আসবেন।’

মুখলেছুর রহমান বলেন, “আমি আমার নোহা গাড়িটি তাকে উপহার হিসেবে ঘোষণা করেছি। আমি সিলেটের মানুষকে কলঙ্কিত করব না। আমি একজন মুসলিম হিসেবে বলছি, আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না। প্রতিশ্রুতি অনুযায়ী, আমি গাড়িটি নথিভুক্ত করে উপহার দেবো। তাকে চিরতরে।’

তবে হিরো আলম জানান, এম মুখলেছুর রহমান তার সহকারীর সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি বলেন, তার গাড়ি ভেঙে গেছে। তার পেইজ নিতে এমন ভিডিও বানিয়েছে (ভাইরাল)। এ বিষয়ে কাউকে না বলার জন্যও অনুরোধ করেন তিনি।

হিরো আলম আরও বলেন, ‘ওই শিক্ষক আমাকে প্রতারণা করেছেন। আমাকে গাড়ি উপহার না দিলে তার বিরুদ্ধে মামলা করব।

উল্লেখ্য, বাংলাদেশের বিনোদন জগতের আলোচিত সমালোচিত ব্যাক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম। তার সকল কাজই যেন আলোচনা সমালোচনায় আসে সর্বদা এবারেও তার ব্যাতিক্রম নয়। তার নির্বাচনে দাঁড়ানো নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments