এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘটেছে একটি দুঃখজনক ঘটনা। সেখানে স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাওয়ার কারনে না ফেরার দেশে চলে গিয়েছেন রুহুল আমিন নামে এক পোশাক শ্রমিক। বৃহস্পতিবার গভীর রাতে ফতুল্লার ভোলাইল মোড়ার খিলপাড়া এলাকার মোহাম্মদ আলীর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
রুহুল আমিন (২৮) সিরাজগঞ্জ জেলার তরাই থানার ঈশ্বরপুর গ্রামের আব্দুর রহমান ও করিমন বেগমের ছেলে মো.
রুহুল আমিনর ছোট ভাই রুবেল জানান, আমি আমার বড় ভাই রুহুল আমিন মারাখালপাড়ের মোহাম্মদ আলীর বাড়িতে পারিবারিকভাবে একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে থাকি। আমি এবং আমার ভাই পোশাক শ্রমিক হিসেবে কাজ করি। আমার ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৩) তার ৫ বছরের মেয়েকে নিয়ে পিত্রালয় বেড়াতে যায়। এমনকি ভাই তার স্ত্রীকে পিত্রালয়ে যেতে নিষেধ করলেও সে চলে যায়। আমার ভাই মানসিকভাবে ভেঙে পড়েছিল।
এদিকে স্ত্রী কন্যা বাপের বাড়ি চলে যাওয়ায় অভিমানে না ফেরার দেশে যাওয়া সেই ব্যাক্তির ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, ওই পোশাক শ্রমিককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।