Thursday, March 23, 2023
বাড়িEntertainmentআপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না, আপনাকে আর শাকিবকে একান্তে সময়...

আপনাকে তো ম্যাডাম না ডেকে পারি না, আপনাকে আর শাকিবকে একান্তে সময় কাটানোর ব্যবস্থা করেছিলাম বাংলোতে : নির্মাতা

Ads

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবং অভিনেত্রী অপু বিশ্বাস। আলোচিত এই জুটি একসাথে অনেক সিনেমা করেছেন এবং তাদের দর্শক ব্যাপক পছন্দ করেছিল কিন্তু পরবর্তীতে জানা যায় দুজনে গোপনে বিয়ে করেছিলেন এবং তাদের সংসারে একটি সন্তান জন্ম নিয়েছে এর পরেই শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

অপু বিশ্বাস ও শাকিবকে শুটিংয়ে নিয়ে গিয়ে শুটিং স্পট থেকে দূরে একটি নিরিবিলি বাংলোতে অবস্থান করছেন।
আয়োজন করেছেন চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী। যেখানে দুজন একাই ছিলেন।তবে সে সময় মালেক আফসারী প্রথম নির্মাতার কাছ থেকে জানতে পারেন শাকিব ও অপু বিশ্বাস বিয়ে করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেন মাস্টার মেকার খ্যাত মালেক আফসারী।

‘খনির জল’ সিনেমার সময় এই কাজটি করেছিলেন পরিচালক। অবশ্য নিজের উদ্যোগে নয়, প্রযোজক তাপসী ঠাকুরের নির্দেশে এই কাজটি করেছেন মালেক আফসারি।

মালেক আফসারী অপু বিশ্বাসকে বললেন, কবে থেকে জানো আমি তোমাকে ম্যাডাম বলে ডাকি? শীতের সময়, বাইরে। ‘খনির জল’ ছবির শুটিং, শুটিং স্পট থেকে দূরে একটি বাংলোতে তোমার আর শাকিব খানের থাকার ব্যবস্থা করেছি। তখন আমার প্রযোজক তাপসী ঠাকুর ফোন করে আমাকে বললেন তোমাকে এভাবে রাখতে। এবং আপনি দুজন যে বিয়ে করেছেন তা গোপন রাখুন।

এই প্রযোজক বলেন, যখন জানতে পারলাম আপনি বিবাহিত। তারপর থেকে আপনি সুপারস্টার শাকিব খানের স্ত্রী, আপনাকে ম্যাডাম বলতে পারি না। তারপর থেকে আমি আপনাকে ম্যাডাম বলে ডাকি। চমৎকার শুটিং. সুপারডুপার হিট।

মূলত অপু বিশ্বাসকে ট্রোল করার পর তিনি একটি টিভি অনুষ্ঠানে মালেক আফসারীকে ট্রোল করেন। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় অপু বিশ্বাসের কথার জবাব দেন মালেক আফসারী। শুধু তাই নয়, মিডিয়ায় ট্রোলিং চলছে বলে মনে করেন মালেক আফসারী। এটা সবাইকে হজম করতে হবে।

‘বুকে আগুন’ খ্যাত এই প্রযোজক বলেন, আমি তোমাকে ট্রোল করছি, তোমাকে হজম করতে হবে। আপনি আমাকে ট্রোল করেছেন, সেটাও আমাকে হজম করতে হবে। মিডিয়ায় এসব ট্রল চলতেই থাকবে। এভাবে চলবে বিনোদন জগতে। সবাই বিনোদন পাবে। রিকশা-ভ্যান চালক অবসর সময়ে এসব থেকে বিনোদন নেন, বিনোদন নেন ইউটিউব থেকে।

এ সময় অপু বিশ্বাসকে নানা বিষয়ে পরামর্শ দেন মালেক আফসারী। শাকিবের সঙ্গে সিনেমা করার সুযোগ পেলেও নিতে বলেন।

উল্লেখ্য, গোপন বিয়ে প্রকাশ্যে আসার পর শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্কের অবনতি শুরু হয় এবং সেই সাথে দেখা যায় বিবাহ বিচ্ছেদের গিয়ে সমাপ্ত হয় তাদের সম্পর্ক।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments