Thursday, March 23, 2023
বাড়িEntertainmentমারধরে মারাত্মক জখম জনপ্রিয় নায়িকা, বললেন ভেবেছিলাম এটাই হয়তো আমার জীবনের শেষ...

মারধরে মারাত্মক জখম জনপ্রিয় নায়িকা, বললেন ভেবেছিলাম এটাই হয়তো আমার জীবনের শেষ রাত

Ads

দক্ষিণ ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী আনিকা বিক্রমান এবার তার প্রেমিকের বিরুধ্যে এনেছেন গুরুতর অভিযোগ। তিনি অভিযোগ অভিযোগ করেছেন যে তার প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। নিজের ফেসবুকে আঘাতের একাধিক ছবি পোস্ট করে তিনি এ অভিযোগ করেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আনিকা বলেন, ‘অনুপ পিল্লাই নামে এক ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক ছিল। গত কয়েক বছর ধরে সে আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। এমন মানুষ দেখিনি। এত কিছু করার পরও সে আমাকে হুমকি দিচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি সে আমার সাথে তার মতো খারাপ ব্যবহার করবে।’

“সে আমাকে চেন্নাইয়ে প্রথমে মারধর করেছিল। কিন্তু তারপর সে আমার পায়ের কাছে পড়ে কেঁদেছিল। আমিও বোকার মতো হাল ছেড়ে দিয়েছিলাম। দ্বিতীয়বার আমাকে মারধর করার পর, আমি বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ দায়ের করি। কিন্তু সে পুলিশকে টাকা দেয়। এবং পুলিশ বলছে তোমরা নিজেদের মীমাংসা করো। পুলিশের এসকর্ট পেয়ে সে আমাকে আরও মারধর শুরু করে। আমি সিদ্ধান্ত নিলাম লোকটিকে ছেড়ে দেব। কিন্তু সে আমাকে ছাড়বে না।’ আনিকা বলল।

আনিকার বয়ফ্রেন্ড অনুপ সবসময় তার চ্যাট লিস্ট, ল্যাপটপ এবং অন্যান্য ব্যক্তিগত বিষয়ে নজর রাখতেন। কল রিসিভ না করায় অনুপ একবার আনিকাকে শ্বাসরোধ করে হত্যা করে। আনিকার কথায়- ‘সেদিন ভেবেছিলাম এটাই হয়তো আমার জীবনের শেষ রাত।’

তবে আনিকা এখন সুস্থ। অভিনেত্রী বলেন, “এত কিছুর পরেও অনুপ আমাকে ফোন করে হুমকি দিচ্ছে। আমি এখন পুরোপুরি সুস্থ, শুটিং শুরু করেছি। আশা করছি, এখন সব ঠিক হয়ে যাবে।’

উল্লেখ্য, মালয়ালম সিনেমার অন্যতম আলোচিত অভিনেত্রী আনিকা বিক্রমন ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য সিনেমা হল ‘বিশামাকরণ’ (২০২২), ‘আইকেকে ‘ (২০২১), ‘এঙ্গা পাত্তান সোথু’ (২০২১ ) ইত্যাদি।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments