নির্বাচন নিয়ে দেশে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে বিএনপি ক্ষমতাসীন আওয়ামীলীগের দিকে ভোট কারচুপির অভিযোগ করে আসছে দীর্ঘসময় ধরে এরই মধ্যে চলে আসছে আরো একটি নির্বাচন তবে এই নির্বাচনে অংশ নেবে না বিএনপি এমনটাই জানিয়েছেন তারা।তবে তথ্যমন্ত্রী জানিয়েছেন বিএনপি না এলেও নেতারা আসবে। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে সেটি তুলে ধরা হল-
বিএনপি নেতারা তাদের ভোটরঙ্গে যোগ দিয়ে তাদেরকে ফের গদিনশীন করবে- বালখিল্য লীগ অন্তত ঐ আশাতেই যেন দেশ না ছাড়ে, নির্বাচন বয়কটের ঘোষণা না দেয় লাইক ২০০৭। আর তাতেই মানুষেরা জায়গামত সিল পিটিয়ে দিতে পারবে। দেশে না থাকলে বুঝবে কি করে পাব্লিক তাদেরকে কত ভালা পায়?
তবে জান বাঁচাইতে ওকার টেকাটুকা লিয়া দেশছাড়া হওয়ার থিউরি বা তপুদার পাঁচ লাখ লাশ পড়ার দিকে আমি কিন্তু ইঙ্গিত করি নাই। যাস্ট বলছিলাম, পাব্লিকের ভালোবাসার একটা ব্যাপার আছে না?
[তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ যখন তৈরি হবে, তখন লীগ নির্বাচন বয়কট করতে পারে। কারন জামানত রক্ষা পাবে তাদের এমন সিট খুঁজে পাওয়া দুস্কর হবে।]