পরকীয়ার কারনে প্রতিনিয়ত ঘর ভাঙছে অনেকের আবার অনেকেই এই বিবাহবহির্ভুত সম্পর্ক মানতে না পেরে নানা অনাকাঙ্খিত ঘটনা ঘটাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার দেখা গেল ভারতের বিহারে এমনি একটি ঘটনা ঘটেছে। স্বামীর পেনড্রাইভে আরেক নারীর সঙ্গে আপত্তিকর ছবি পাওয়ায় বিষ পান করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুরে।
না ফেরার দেশে যাওয়া ওই মহিলার নাম আজমত। থাকতেন বিহারের মুজাফফরপুরের হরিয়াপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গত বছরের এপ্রিলে আজমতের বিয়ে হয় জহির জাভেদ নামে এক যুবকের সঙ্গে। জাভেদ কাজের জন্য ভোপালে থাকেন। বিয়ের পর থেকেই আজমতের সঙ্গে ঝামেলা শুরু হয় জাভেদের।
আজমতের পরিবারের দাবি, জাভেদের বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে পরিবারে অশান্তি চলছিল। বেশ কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন আজমত। কিন্তু সে সুযোগ খুঁজছিল তার স্বামীকে হাতেনাতে ধরার। এক পর্যায়ে জাভেদ একটি পেনড্রাইভ খুঁজে পান। জাভেদকে সেখানে বেশ কয়েকজন নারীর সঙ্গে অশালীন অবস্থায় দেখা গেছে। আর এ কথা বলে আজমত তার বাপের বাড়ি চলে যায়। সেখানে বিষ পান করে না ফেরার দেশে চলে যান
এদিকে আজমতের এই ঘটনার আগে রেকর্ড করা একটি ভিডিও উদ্ধার করেছে পুলিশ। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ওই ভিডিওতে আজমতকে বলতে শোনা গেছে, আমি চলে গেছি। এখন তুমি সুখে থাকো। তবে আমার মত আর কাউকে ধোঁকা দিওনা
এদিকে স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কের কারনে স্ত্রীর না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনা নিয়ে মুজাফফরপুরের ডেপুটি পুলিশ সুপার রাঘব দয়াল জানিয়েছেন, গৃহবধূ আজমত একজন শিক্ষিকা ছিলেন। এই ঘটনায় জাভেদের বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তুলেছে তার পরিবার। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।