বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তিন বার তারা দেশ শাসনে ছিলেন তবে ক্ষমতাসীন আওয়ামীলীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে এখনো তারা ক্ষমতায় রয়েছে যার কারনে দীর্ঘ সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে। তবে দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতার কারনে মাঝে বেশ মুসিয়ে পড়েছিল দলটি তবে আবারো দেখা যাচ্ছে উজ্জীবিত হয়েছে তারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার বিএনপির একজন একনিষ্ঠ ব্যাক্তিত্ব যিনি হচ্ছেন ওয়াহিদুন্নবী স্বপন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। নিচে সেটি তুলে ধরা হল
দেশ নেত্রীর সাথে এটাই ছিলো আমাদের সর্বশেষ ফ্যামিলি গেট টুগেদার- প্রতি ঈদে ওনার বাসায় একান্ত বেক্তিগত ষ্টাফদের নিয়ে মেডামের এই আয়োজন টা অনেক ভাল লাগতো – বছরে এই দুই দিন পরিবার পরিজন নিয়ে প্রান খুলে কথা বলার সুজোগ পেতাম – ।
এর কয়েক মাস পর দেশ নেত্রী জেলে আর তার কয়েক মাস পর আমিও জেলে তারপর দেশান্তরী।
আমার একটা কথায় মেডাম হেসে দেন আর বলেন ————।
তারপর থেকে প্রতিজ্ঞা করেছিলাম – মেডাম যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দলের সাথে বেঈমানী করবো না কিম্বা ক্ষতি করবো না – এর পর কি করি আল্লাহই ভাল জানেন ।
দোয়া করি আল্লাহ যেন আপনাকে সুস্থ এবং দীর্ঘ জীবন দেন ।