বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। একসময়ে ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতে দেখা যেত তাকে এর পর অবশ্য বোরো পর্দায় ও অভিনয় করেছেন এবং সেখানেও প্রশংসা পেয়েছেন। এই অভিনেতার ব্যাক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনা হয় মাঝে মাধ্যে।
বিয়ের সময় শাহরিয়ার নাজিম জয়ের স্ত্রী তার স্বামীকে বড় চলচ্চিত্রের নায়ক মনে করলেও বাস্তবে জয় তেমন নায়ক নন। তবে উপস্থাপক হিসেবে খ্যাতি পান জয়। কিন্তু বিয়ের সময় স্ত্রী যে চিন্তাভাবনা অনুভব করেছিলেন তা সামনে এনেছেন জয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে জয় বলেন, বিয়ের সময় আমার স্ত্রী ভেবেছিলেন আমি নাটক ও চলচ্চিত্রের বড় নায়ক।
কালের বিবর্তনে বুঝলাম আমি আর নায়ক নই। উপস্থাপক
সম্প্রতি এ বিষয়টির কারণ হলো জয় নতুন একটি ওয়েব ছবিতে অভিনয় করেছেন। এটির শিরোনাম ‘গুটি’ যা তাকে হিট নায়ক হিসেবে দেখানো সম্ভব করে তোলে। অন্তত জয়ের স্ত্রী এমন সম্ভাবনার কথা বলেছেন।
শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, “আমার মোবাইলে শঙ্খ দাশগুপ্তের গুটির কিছু দৃশ্য দেখে আমি অবাক হয়েছিলাম এবং বলেছিলাম যে গুটি সেই স্তরের হিট হবে।” তুমি আবার ‘
জয় বলেন, আমার গুরু ফরিদুর রেজা সাগর ভাই বলেছিলেন হিট হবে। তিনি বলেন, অভিনয়ের পাশাপাশি বর্তমান। আমি যে আবার অভিনয়ে ফিরব তা কল্পনাও করিনি। গুটি চরকিতে মুক্তি পাবে ৫ জানুয়ারি। আসলে অভিনয় একটা নেশা। আস্তে আস্তে আবার আসক্ত হয়ে যাচ্ছি। ‘
উল্লেখ্য, শাহরিয়ার নাজিম জয় শুধু নাটকেই নয়, অভিনয় করেছেন বড় পর্দায় । তার অভিনীত প্রথম নাটক হচ্ছে ‘গোধূলী লগ্নে’ এবং প্রথম চলচ্চিত্র হল ‘জীবনের গল্প’। তবে এই অভিনেতার প্রতিভা অনেক তিনি একাধারে অভিনেতা পরিচালক এবং নাটক রচনা করে থাকেন