কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন খানকে ফোন করে তাদের আন্দোলনে শামিল হতে চেয়ে পরবর্তীতে হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যাক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিচে পাঠকদের জন্য তার স্ট্যাটাস তুলে ধরা হল-
একটু আগে একটা নাম্বার থেকে কল করে প্রথমত খুব ঠান্ডা মাথায় কথা বললো। আমাকে বললো, আপনাদের আন্দোলনে যোগ দিবো। এরপর বললো, আপনি কোথায় আছেন? আমি বললাম, ঢাকা। সে বললো, ঢাকায় কোথায় ? আমি তার পরিচয় জিগ্যেস করলে সে দুইবার বললো, আমি বাড়ি থেকে বের হওয়ার পর যেন “শেষ বিদায় নিয়ে বের হই!”
আমি কয়েকজনের সাথে আলোচনা করার পর কেউ কেউ আমাকে ৯৯৯ এ কল দিতে বললো। ৯৯৯ কল দিলে তারা বললো নিকটস্থ থানায় যেতে।
কিন্তু কথা হলো, এর আগে শাহবাগ থানায় আমরা জিডি করতে গেলেও জিডি নেয় নি। নাম্বারটা এখনো সচল আছে। কারও হুমকিদাতা ব্যক্তির পরিচয় খুঁজে বের করার সুযোগ থাকলে জানাবেন। ইনবক্সে হুমকিদাতা ব্যক্তির নাম্বার দিবো। তার পরিচয় বের করা দরকার।
বিঃ দ্রঃ কল রেকর্ড সংরক্ষণ করা আছে।