বিশ্বকাপে প্রথম অঘটন ঘটেছে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পরাজিত হওয়ার পর। এদিকে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনাকে বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি তারা। লিওনেল মেসিকে ম্যাচ জিততেই হবে। হেরে গেলে বিদায়, ড্র করলে মহা বিপদে পড়বেন।
‘সি’ গ্রুপে চার দলের দুটি ম্যাচ শেষ হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর্জেন্টিনা ও সৌদি আরবের সমান ৩ পয়েন্ট। মেক্সিকোর পয়েন্ট ১.
সমীকরণ সহজ করে, পোল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে। তাহলে আর সমীকরণের প্রয়োজন নেই। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে যাবে তারা।
কিন্তু পোল্যান্ড যদি আর্জেন্টিনাকে হারায়? তবে তাদের ৭ পয়েন্ট থাকবে। সেক্ষেত্রে আর্জেন্টিনা বাদ পড়বে। মেক্সিকো-সৌদি আরবের যেকোনো একটি দলই নকআউটে যাবে। সৌদি আরব ওই ম্যাচে জিতলে ৬ পয়েন্ট পাবে। সেক্ষেত্রে দ্বিতীয় পর্বে নাম লিখবে পোল্যান্ড ও সৌদি আরব। এমনকি ড্র করলেও পোল্যান্ডের সঙ্গে এগিয়ে যাবে সৌদি।
আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ড্র হলেও পোল্যান্ডের শেষ ষোলো নিশ্চিত হবে। সেক্ষেত্রে পোলিশের পয়েন্ট হবে ৫ , আর্জেন্টিনা ৪ । শেষ ম্যাচে মেক্সিকোর কাছে সৌদি হেরে গেলে মেক্সিকো ও আর্জেন্টিনা উভয়ের পয়েন্ট হবে ৪ । সেক্ষেত্রে গোল আসবে পার্থক্য হিসেবে। তবে সৌদি জিতলে আর্জেন্টিনা বাদ পড়বে।
আর্জেন্টিনা-পোল্যান্ড এবং মেক্সিকো-সৌদি উভয় ম্যাচ ড্র হলে? সেক্ষেত্রে পোল্যান্ড যাবে দ্বিতীয় পর্বে। আর্জেন্টিনা ও সৌদি আরবের পয়েন্ট হবে ৪টি। এক্ষেত্রে গোল পার্থক্যের ভিত্তিতে একটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।
যার অর্থ, আর্জেন্টিনা ড্র করলে অনেক সমীকরণ মেলালেই দ্বিতীয় রাউন্ডে যেতে হবে। তবে জিতলে আর কোনো সমীকরণের প্রয়োজন হবে না, নকআউট নিশ্চিত হয়ে যাবে মেসির জন্য।
উল্লেখ্য, আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে কিনা সেই সমীকরণ নিয়ে বসেছে অনেকে তবে যেহেতু তারা প্রথম খেলায় হেরেছে সেক্ষেত্রে এখন তাদের সমীকরণটা অনেকটা জটিল।