Thursday, March 23, 2023
বাড়িEntertainmentআমার বয়স বেশি হলেও দম আছে, বয়সে অনেক ছোট একজনের সঙ্গে প্রেম...

আমার বয়স বেশি হলেও দম আছে, বয়সে অনেক ছোট একজনের সঙ্গে প্রেম করছি :মালাইকা

Ads

বলিউডের আইটেমগার্ল মালাইকা অরোরা। মুন্নি বদনাম খ্যাত এই অভিনেত্রী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তার আইটেম গানে কোমর দোলানোর মাধ্যমে। তবে তার ব্যাক্তিগত জীবনে নিয়ে বিভিন্ন সময়ে নানান আলোচনা হয়ে থাকে তার কারণ হচ্ছে বলিউডের বর্তমান সময়ের তরুণ এক অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি।

বলিউডের জনপ্রিয় জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। প্রথমে গোপন থাকলেও তাদের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। অর্জুন-মালাইকা দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ককে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি মালাইকার ঘনিষ্ঠ হওয়ার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। কিন্তু বিয়ের বিষয়টি গুজবের মধ্যেই সীমাবদ্ধ। বরং এই তারকা দম্পতি এখনও লিভ-ইন সম্পর্কে রয়েছেন।

মালাইকার বয়স এখন ৪৯ বছর। আর অর্জুন কাপুরের ৩৭ . মালাইকাও তার অসম বয়সের কারণে সমালোচনার মুখে পড়েছেন। অনেকের অভিযোগ, মালাইকা অর্জুন কাপুরের জীবন নষ্ট করে দিয়েছেন। মালাইকা অনেক দিন এ নিয়ে চুপ ছিলেন। অবশেষে এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

‘মুভিং ইন উইথ মালাইকা’ নামে একটি শো সঞ্চালনা করেন মালাইকা। এ শোয়ে নিন্দুকদের উদ্দেশ্যে মালাইকা আরোরা বলেন, ‘আমার বয়স বেশি শুধু তাই নয়, বয়সে অনেক ছোট এমন একজনের সঙ্গে প্রেম করছি। আমার সেই দম আছে। আমি ওর জীবন নষ্ট করছি? না, তা করছি না।’

 

ব্যাখ্যা করে মালাইকা বলেন, ‘অর্জুন যে স্কুলে যায় তা নয় এবং সে আমার পড়াশোনায় মনোযোগ দিতে পারে না! এমন নয় যে তাকে কলেজের ক্লাস বাদ দিয়ে আমার সাথে ডেটে যেতে হবে। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে অর্জুন যখন পোকেমন ধরছিল তখন আমি তাকে রাস্তায় ধরেছিলাম।’

এসব বিষয়ে প্রতিনিয়ত চাপ থাকে। কীভাবে এই চাপ সামলাবেন? জবাবে মালাইকা আরও বলেন, ‘আমি মানুষের ধারণা সম্পর্কে সচেতন। বুঝলাম ওরা কি বলবে, কিভাবে নেবে। তবে পাল্টা আঘাতের ভয়ও আছে। মনের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব থাকে।

উল্লেখ্য,অভিনেত্রী মালাইকা অরোরা ১৯৯৮ সালে আরবাজ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।এর পর এই দম্পতির ঘরে আসে একটি পুত্র সন্তান। পরে অবশ্য এই দম্পতি তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments