Thursday, March 23, 2023
বাড়িNational১২ টাকার স্থানে ৬ টাকা নিচ্ছি, তাতেই চিৎকার : প্রধানমন্ত্রী

১২ টাকার স্থানে ৬ টাকা নিচ্ছি, তাতেই চিৎকার : প্রধানমন্ত্রী

Ads

বর্তমানে সারা বিশ্বেই চলছে জ্বালানি সংকট আর এই সংকটের মধ্যে বিদ্যুৎ ও পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সরকারের পক্ষে এত বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া সম্ভব নয়।আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বহির্বিশ্বে গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ইংল্যান্ড বিদ্যুতের দাম দেড়শ শতাংশ বাড়িয়েছে। এটা সবার মনে রাখা উচিত। কিন্তু আমরা সে পর্যায়ে যাইনি। ক্রয় মূল্যে গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে। আর কত ভর্তুকি দেওয়া যাবে। আর এ ক্ষেত্রে কেন দেব? আমরা কৃষি, খাদ্য উৎপাদনে ভর্তুকি দিচ্ছি।

১ কিলোওয়াট বিদ্যুতের দাম ১২ টাকা উল্লেখ করে সরকারপ্রধান বলেন, সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। এজন্য আমরা অনেক চিৎকার শুনতে পাই। গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে, যদি সবাই ক্রয় মূল্য যাই হোক না কেন দিতে রাজি হয়। তাহলে দেওয়া যাবে। তা ছাড়া কত ভর্তুকি দেওয়া যাবে?

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ঘরে বিদ্যুতায়ন করা। আমরা পৌঁছে দিয়েছি। জেনারেটরে যে ট্যাক্স ছিল তা তুলে নিয়েছি। শিল্পকারখানায় বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বেড়ে যাওয়ার কারনে দেখা যাচ্ছে গ্যাস এবং বিদ্যুতের দাম ও বেড়েছে তবে এই পরিস্থিতি মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments