বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে নিয়ে যেন আলোচনা কোনো কমতি নেই। একের পর এক আলোচনা যেন লেগেই আছে। সম্প্রতি তার গোপন বিয়ে এবং প্রেম নিয়ে আলোচনা উঠে এবং নায়িকা বুবলি সব সত্য সবার সামনে নি আসে এর পর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়াছে প্রবাসী লেখিকা মিলি সুলতানা। নিচে সেটি তুলে ধরা হল –
অস্ট্রেলিয়ান বাংলাদেশি অ্যানি সাবমেরিন কল্পলোকের কেউ নন। শিক্ষিতা সুন্দরী আধুনিক সংস্কৃতিমনা নারী। সিডনিতে বসবাস করেন। আমাদের সোহেল রানা পরীমনি বাপ্পা মজুমদার মোশাররফ করিমদের সাথে অ্যানির ছবি দেখে বোঝা যায় শোবিজ জগতের সাথে তার সখ্যতা। সেলিব্রেটিদের সংস্পর্শে সবাই থাকতে চায়। অ্যানির সাথে স্পা_র্ম ডোনার কিং খানের (!!!) ঘনিষ্ঠতা হয়েছিল কিং খানের অতি আগ্রহের কারণে। ভাবলেন অ্যানি দেখতে আকর্ষণীয়া, হু_ই_স্কি_র বোতলের সাথে আপটুডেট নারীর চুম্বকীয় সান্নিধ্য পেলে মন্দ কি? আলো আঁধারীতে চালালেন ড্রোন হামলা। খেলেন ধরা –মাস্তি করতে গিয়ে কঠিন এটেম্পট নেয়াকে কোনো দেশের আইন সমর্থন করেনা। এখানে অ্যানি সাবমেরিন পিউর ভিকটিম।
একটা জিনিস ক্লিয়ার করা দরকার। স্পা_র্ম ডোনার কিং খান অ্যানির সাথে ওই কান্ড ঘটিয়েছেন ২০১৬ সালে। তখন সিডনিতে “অপারেশন অগ্নিপথ” ছবির শ্যুটিং চলছিল। সেই ছবির নায়িকার নাম শিবা আলি খান। যদিও “অপারেশন অগ্নিপথ” আজতক বক্স অফিসে মুক্তির মুখ দেখেনি। ২০১৮ সালে বুবলিসহ যখন “সুপার হিরো” ছবির শ্যুটিংয়ে সিডনি যান দুর্ভাগ্য তখন স্পার্ম ডোনারের দিকে দৌড়ে আসে। নিজের কুকর্মের সামান্যতম নতিজা দেখে অপ্রস্তুত হয়ে ওঠেন ঢাকার কিং খান। ২০১৮ সালে অ্যানি সাবমেরিন স্পার্ম ডোনারের বিরুদ্ধে আইনীভাবে মলেস্টেশনের সিরিয়াস অভিযোগ উত্থাপন করেন। কিং খান তখন নিউ সাউথ ওয়েলসে হোটেল হলিডে ইন -এ অবস্থান করছিলেন। অ্যানির সেক্সুয়াল মলেস্টেশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ হোটেলে এসে কিং খানকে জিজ্ঞাসাবাদ করেন কয়েকঘন্টা ধরে।
কিং খান চোখে সর্ষেফুল দেখেন। বাঙালি কম্যুনিটির প্রভাবশালী কতিপয় ব্যক্তি তাৎক্ষণিকভাবে মলেস্টেশনের।অভিযোগকারিনী অ্যানি সাবমেরিনের সাথে যোগাযোগ করেন। প্রচুর চেষ্টা তদবির করে অ্যানিকে ম্যানেজ করেন। স্পার্ম ডোনারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রত্যাহার করেন অ্যানি সাবমেরিন।গ্রেফতার হওয়া থেকে সে যাত্রায় রক্ষা পান স্পার্ম ডোনার কিং খান। উল্লেখ্য, অ্যানি ছিলেন অপারেশন অগ্নিপথের অন্যতম প্রডিউসারদের একজন। যারা বলেছে সিডনির ঘটনা বানোয়াট তারা অপেক্ষা করুন। খুব শীঘ্রই বিস্তারিত প্রকাশ করা হবে।