কানাডায় বাংলাদেশ থেকে অর্থ পাচারের ঘটনা অতীতে অনেক ঘটেছে যা নিয়ে মানুষের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অবৈধভাবে এইসকল উপার্জিত অর্থ দিয়ে অনেকে টরেন্টোতে বাড়ি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক মনজুরে খোদা টরিক। নিচে সেটি তুলে ধরা হল –
২০২০ সালে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, সরকারি পর্যায়ে কানাডার অর্থপাচারের ২৮টি তথ্য প্রাপ্তির কথা স্বীকার করেছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেছিলেন, তাঁর কাছে যে তথ্য আছে, সেখানে অর্থপাচারের তালিকার শীর্ষে আছে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, দুই নাম্বারে আছে ব্যবসায়ী এবং তিন নাম্বারে আছে রাজনীতিকরা? এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী শুধু পাচারকারীর সংখ্যাই প্রকাশ করেছেন, অন্য কোন তথ্য প্রদান করেননি।
আপনারা কি মনে করেন পররাষ্ট্রমন্ত্রীর সেই তথ্য সঠিক? বাংলাদেশের অর্থপাচারকারীদের তালিকায় শীর্ষে কারা?
১। সরকারি আমলা
২। ব্যবসায়িক না
৩। রাজনীতিক
অনুগ্রহ করে কমান্টবক্সে অবশ্যই আপনার/আপনাদের মতামত জানাবেন। এটি একটি তাৎক্ষনিক জরিপ, আপনাদের মতামত/অংশগ্রহন প্রয়োজন। ধন্যবাদ।