এবার ভারতে ঘটেছে একটি দুঃখজনক ঘটনা সেখানে দেখা গেছে একটি বহুতল ভবন ধসে পড়েছে যার ফলে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।মূলত ঘটনাটি ঘটেছে রাজধানী নয়াদিল্লিতে।তবে এ ঘটনার পর ভবন ধসের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, পুলিশ জানিয়েছে।
বুধবার রাজধানীর ভজনপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে ভবন ধসের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার অভিযান চলছে। ভবনের ধ্বংসস্তূপে কতজন আটকা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নয়াদিল্লিতে বহুতল ভবন হঠাৎ ধসের ঘটনার প্রসঙ্গে পুলিশ জানায়, এর আগে ১ মার্চ উত্তর দিল্লির রোশনারা রোডে একটি চারতলা বিল্ডিংয়ে আগুন লাগে। পরে ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় কেউ না ফেরার দেশে যায়নি ।
#WATCH | Delhi: A building collapsed in Vijay Park, Bhajanpura. Fire department present at the spot, rescue operations underway. Details awaited
(Video Source – Shot by locals, confirmed by Police) pic.twitter.com/FV3YDhphoE
— ANI (@ANI) March 8, 2023