শাকিব খানের সাথে তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সুসম্পর্ক রয়েছে সেটি মাঝে মধ্যেই প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধমের পোস্ট থেকে। এবারেও তেমনি শাকিব খান দুদিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে অভিনেতাকে তার বড় ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে কথা বলতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে সাকিব লিখেছেন- ‘ওমানে শোয়ের আগে আব্রাহামের ডাক!’
ছেলের সঙ্গে অভিনেতার মিষ্টি কথোপকথনের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। দুই দিনে, ভিডিওটি দুই লাখের বেশি প্রতিক্রিয়া, প্রায় ৯,৫০০ মন্তব্য এবং ১,৫০০ এর বেশি শেয়ার পেয়েছে।
শুধু তাই নয়, ভিডিওটি শেয়ার করেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলীও। তিনি শাকিবের আরেক ছেলে শেহজাদ খান বীরের মা। অভিনেত্রী তার সন্তানের বাবার প্রশংসা করেছেন।
সাবেক দম্পতি শাকিব-অপুর সন্তান জয়ের সঙ্গে অভিনেতার কথোপকথনের ভিডিও শেয়ার করে বুবলী লিখেছেন- ‘বাবাদের উচিত তাদের সব সন্তানের প্রতি এমন ভালোবাসা দিয়ে পাশে থাকা। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক এবং ভালো পথপ্রদর্শক।
এদিকে ছেলের সঙ্গে শাকিবের মিষ্টি কথোপকথনের ভিডিও নজর কেড়েছে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
ভিডিওটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে, অভিনেত্রী তিনটি হার্ট ইমোজি দিয়ে তার ভালবাসা প্রকাশ করেছেন।
এদিকে গত বছরের আগস্টে এক ছেলের মা হন পরীমনি। তাই হয়তো শিশুটির সঙ্গে শাকিবের কথোপকথন নজর কেড়েছে এই অভিনেত্রীর; এমনটাই মনে করছেন নেটিজেনরা।
পরীমনি ফেসবুক থেকে শাকিবের সেই ভিডিও শেয়ার করেছেন অনেকে। এমনই এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘হয়তো পরীমনি তার নিজের সন্তান নিয়ে ব্যস্ত থাকায় শাকিব খানের সন্তানের ভালোবাসায় অভিভূত। তাই জয় ও শাকিব খানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে ভালোবাসা যোগ করেছেন তিনি।
উল্লেখ্য, ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান গোপনে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন এবং তাদের ঘরে এল করে আসে পুত্রসন্তান আব্রাহাম খান জয়। এর পরেই অবশ্য তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।