Thursday, March 23, 2023
বাড়িEntertainmentদুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ এর বিতর্কের মাঝেই এবার অভিনেত্রী দীঘিকে নিয়ে তোলপাড় শুরু

দুবাইয়ের ‘আরাভ জুয়েলার্স’ এর বিতর্কের মাঝেই এবার অভিনেত্রী দীঘিকে নিয়ে তোলপাড় শুরু

Ads

সম্প্রতি সাকিব আল হাসান সহ দেশের অনেক তারকারা দুবাইতে গিয়েছিলেন একটি জুয়েলার্স এর উদ্বোধনে সেখানে গিয়েই মূলত বিপত্তি শুরু হয়। কারণ এই ব্যবসার মালিক আরভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে সোহাগ মোল্লা, পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি!

এই জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীঘি। দীঘি ফেসবুকে এক ভিডিও বার্তায় জানান, তিনি দুবাই যাচ্ছেন একটি জুয়েলারি লঞ্চ করতে। এরপর দীঘি দুবাই গিয়ে জুয়েলার্সের লঞ্চে যোগ দেন।

এ উপলক্ষে সাকিব আল হাসানের সঙ্গে দেখা করেন দীঘি। তিনি সাকিব আল হাসানের সঙ্গে একটি ছবি তুললেও তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট না করে মনহরতি দীঘি নামের একটি পেজে পোস্ট করেছেন।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে ‘আরব জুয়েলার্স’ উদ্বোধনে তিনি তার চাচা ভিক্টরকে সঙ্গে নিয়েছিলেন।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে খুন হন ইন্সপেক্টর মামুন। তাকে জন্মদিনের পার্টিতে ডেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর আরভ খান ওরফে রবিউল ইসলাম ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় ২০১৯ সালের ১১ এপ্রিল রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। রবিউলের ভাড়াটে এক ব্যক্তি আত্মসমর্পণ করে পুলিশ হত্যা মামলায় ৯ মাসের জেল!

২০২০ সালে রবিউল ভারতীয় পাসপোর্ট পেয়েছিলেন। যাতে তার নাম পরিবর্তন করে ‘আরাভ খান’ করা হয়। সেখান থেকে দুবাই চলে যান। ৩১ অক্টোবর, ২০২১ -এ, সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে একটি আবাসিক অনুমতি দেয়। রবিউল এখন সেখানে, গয়নার ব্যবসা করে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ‘আরভ জুয়েলার্স’ উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের বতমান সময়ে আলোচিত অভিনেত্রী প্রাথনা ফারদিন দীঘি। শিশু শিল্পী থেকে তিনি বাংলা সিনেমায় কাজ করছেন তবে এখন তিনি পুরোদুস্তর অভিনেত্রী হিসেবে কাজ করে চলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যাক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যেই তিনি থাকেন আলোচনা সমালোচনায়।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments