চলতি বছরের গত জুলাই মাসের শেষ সোমবার রাতে বাংলাদেশে আসেন আলী সান্দ্র্রো চিয়ারোমিন্ডে নামে এক ইতালিয়ান যুবক। এর কিছুদিন যাওয়ার পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চাড়োলের খোকোবাড়ি গ্রামের এক তরুণীকে বিয়ে করেন আলী সান্দ্র্রো। দাম্পত্য জীবন নিয়ে বেশ ভালোই কাটছিল তাদের সময়।
তবে এরই জানা গেল, ইতালির সেই নাগরিক আলী সান্দ্রো চিয়ারোমিন্ডে পালিয়ে গেছেন।
আলি সান্দ্রো তার সদ্য বিবাহিতা স্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জন্য ভিসা আনতে ইতালিতে ফিরে যান।
কিন্তু সেখানে গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন ইতালীয় নাগরিক।
এদিকে নববিবাহিত ঐ যুবক ইতালিতে ফেরার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগ না করায় মেয়ের পরিবার হতাশ।
ইতালি থেকে ওই যুবক বাংলাদেশে এসে পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার পরিবার বিষয়টি জানতে পারে।
জানা গেছে, ইতালিতে তার স্ত্রী ও ১০ বছরের একটি ছেলে রয়েছে। পরিবারের কাউকে না জানিয়ে তার এক বাংলাদেশি সহকর্মীকে নিয়ে এদেশে আসেন আলী সান্দ্রো। পরিবারের সদস্যদের জানান, কাজের জন্য তাকে কিছুদিন অন্য শহরে যেতে হবে। কয়েকদিন পর পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন যে তিনি বাংলাদেশে গিয়ে ওই সহকর্মীর ভাগ্নিকে বিয়ে করেছেন।
আলী সান্দ্রো ইতালিতে ফিরে এলে পরিবার তার বিয়ের কথা জানতে চাইলে প্রথমে তিনি তা অস্বীকার করলেও পরে জানায় মেয়ের পরিবার ওই মেয়েটিকে বিয়ে করে ইতালিতে আনার বিনিময়ে তাকে মোটা অংকের টাকা দেবে।
এ ঘটনায় তার আগের স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে বলে জানা গেছে।
এদিকে এ অভিযোগের আলোকে আলী সান্দ্রোরের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পরিশেষে ব্যর্থ হতে হয়। তবে তার পরিচিত অনেকেই সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, আলী সান্দ্রোরের স্ত্রী-সন্তান রয়েছে।