বাংলাদেশের ক্রিকেটের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় মাহমুদ্দুল্লাহ রিয়াদ সম্প্রতি এশিয়া কাপ শেষ করে আসার পর বিশ্বকাপ দলের জন্য স্কোয়ার্ড ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড ,তবে এই দল ঘোষণা নিয়ে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে তার কারন হল দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছে
এশিয়া কাপের আগ থেকে গণমাধ্যমে গুঞ্জন ছিল, মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে বাংলাদেশ দল। অবশেষে সেই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে, আর সেই দমকা হাওয়াতেই যেন রিয়াদের তরী ডুবেছে। বাদ পড়েছেন বিশ্বকাপ দল থেকে। মূলত দলের টেকনিক্যাল
কন্সালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ভবিষ্যত পরিকল্পনায় ঠাই হয়নি মাহমুদউল্লাহর। তাই অভিজ্ঞ এই ব্যাটারকে বিশ্বকাপ দলে রাখেননি নির্বাচকরা, এমনটাই জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।
১৫ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১২১ ম্যাচ খেলেছেন রিয়াদ। ২৩.৫৭ গড়ে বাংলাদেশের সাবেক টি-টোয়েন্টি অধিনায়কের রান ২ হাজার ১২২। তবে রিয়াদ যে পজিশনে ব্যাটিং করেন সেখানে গড়ের চেয়ে স্ট্রাইক রেটটা বেশি গুরুত্বপূর্ণ। সেখানেও বিবর্ণ তিনি। ফিনিশার হিসেবে খেলা রিয়াদ রান তুলেছেন ১১৭.৩০ স্ট্রাইক রেটে।
বয়স যত বেড়েছে বড় শট খেলার প্রবণতা ততই কমেছে রিয়াদের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের পর থেকে এখন পর্যন্ত ১৬ টি-টোয়েন্টিতে ১৮.৪ গড়ে ২৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। স্ট্রাইক রেট ১০১.৫৫। এই পরিসংখ্যান আধুনিক সময়ের ফিনিশারের সঙ্গে বড্ড বেমানান।
নান্নু বলেন, ‘মাহমদউল্লাহর প্রতি আমাদের সম্মান আছে, আমাদের জাতীয় দলের হয়ে অনেক ভালো ভালো খেলা আমাদের উপহার দিয়েছে। আমাদের টি-টোয়েন্টির যে পরামর্শক (শ্রীরাম) তার একটা পরিকল্পনা আমাদের দিয়েছে এবং আগামী এক বছরের যে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেটার জন্য একটা ভিন্ন পরিকল্পনা। তো সেই পরিকল্পনা মতেই টিম ম্যানেজমেন্টের সবার সম্মতিক্রমে মাহমুদউল্লাহকে বাদ দেয়া হয়েছে।’
উল্লেখ্য, বাংলাদেশ দলের সাইলেন্ট কিলার বলা হয় মাহমুদুল্লাহ রিয়াদকে ,দলের দুস্সময় তিনি হাল ধরে অনেক ম্যাচ জিতিয়েছেন এমন নজির আছে অনেক তবে সাম্প্রতিককালে তিনি তেমন একটা ফর্মে নেই যার কারনে তার থেকে ভাল কিছু পাচ্ছে না দর্শকরা