Thursday, March 23, 2023
বাড়িopinionতথ্য সচিবকে আউট করে ভবন বাণিজ্যের কমিশন পুরোটা খেয়ে ফেলেন তথ্যমন্ত্রী হাসান...

তথ্য সচিবকে আউট করে ভবন বাণিজ্যের কমিশন পুরোটা খেয়ে ফেলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ : আব্দুর রব

Ads

এফডিসি ভবন নির্মাণের ক্ষেত্রে যে ব্যায় হচ্ছে তা আদতে বেশ বড় অংকের তবে জানা গেছে এই কাজের জন্য দরপত্রের জন্য দরদাতাকে না দিয়ে সেটি একটি বিল্ডার্স কোম্পানিকে দিয়েছেন তথমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক আব্দুর রব ভুট্টো । নিচে সেটি তুলে ধরা হল –

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭৫ কোটি টাকা। দরপত্রে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ কমিশন নিয়ে নিজের প্রভাবে কাজটি দেন বিশ্বাস বিল্ডার্সকে।

প্রধানমন্ত্রীর বরাবরে দেয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, কমিশনের ৫০ কোটি টাকা বিশ্বাস বিল্ডার্স বেলজিয়ামে হাসান মাহমুদের ভাই রাসেল মাহমুদকে পরিশোধ করে ইউরোতে।

এফডিসি’র ভবন বাণিজ্যের কমিশন তথ্যসচিবকে না দিয়ে পুরোটা খেয়ে ফেলেন হাসান মাহমুদ। এ নিয়ে সচিবের সাথে বিবাদ সৃষ্টি হয়। পরে সুযোগ পেয়ে তথ্য সচিবকে আউট করে দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।
একটি উন্নয়নের গল্প

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments