Saturday, February 4, 2023
বাড়িEntertainmentবিয়ের ৩ মাস পর নতুন সংসার নিয়ে পূর্ণিমা: এটা নিয়ে কথা...

বিয়ের ৩ মাস পর নতুন সংসার নিয়ে পূর্ণিমা: এটা নিয়ে কথা না বলাই ভালো

Ads

বাংলা রুপালী জগতের এক সময় অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী দিলারা হানিফ রিতা। তবে ভক্তদের মাঝে পূর্ণিমা নামেই অধিক পরিচিত পয়েছেন তিনি। মাঝে অনেকগুলো বছর কেটে গেলেও অভিনয় খুব একটা দেখা যায়নি তাকে। তবে অপেক্ষার রেশ কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন গুণী অভিনেত্রী।

চলচ্চিত্র ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ মাধমের সঙ্গে কথা বলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই তারকা।

‘আহারে জীবন’ দিয়ে বিরতির ইতি টানলেন। এটি দিয়ে কেন ফেরা?

প্রতিটি শিল্পীর সবচেয়ে বড় ইচ্ছা একটি ভালো গল্প। যার নেশা প্রায় সব শিল্পীর মধ্যেই পাওয়া যায়। এই ছবির গল্পটা সুন্দর। আরেকটি কারণ হচ্ছে এটি নির্মাণ করবেন গুণী নির্মাতা ছটকু আহমেদ। তার কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। এছাড়া নায়ক ফেরদৌস, মিশা ভাই (মিশা সওদাগর) এর মতো জনপ্রিয় শিল্পীদের এই ছবিতে সহশিল্পী হিসেবে পাচ্ছি। চিন্তাভাবনা করেই চলচ্চিত্রে কাজ করতে সম্মতি দিয়েছি।

শুটিং কখন শুরু করবেন?

আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এখন সব ভাবনা গল্পের চরিত্র নিয়ে। ইতিমধ্যেই চরিত্রকে নিজের মধ্যে ধারণ করার করেছি।

আর কি নিয়ে ব্যস্ত?

বর্তমানে এই ছবির কাজ নিয়েই ব্যস্ত আছি। অন্য কিছু করার বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। এখনো চূড়ান্ত কিছু হয়নি।

‘চিরঞ্জীব মুজিব’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?

অনেক আবেগ, শ্রদ্ধা আর স্মৃতি জড়িয়ে আছে এই সিনেমার সাথে। ছবিটিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে দর্শক আমাকে দেখেছেন। এই চরিত্রটি গড়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি এটি ভাল করার জন্য আমার যথাসাধ্য চেষ্টা করেছি এবং ভুল করছিল না হয়ে যায়! যাই হোক, ছবিটি সবার কাছে প্রশংসিত হয়েছিল। আমি তখন কিছুটা সন্তুষ্ট।

হাতে থাকা কাজগুলোর খবর কী?

নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে।

এবার একটু ব্যক্তিজীবন প্রসঙ্গে আসা যাক, নতুন সংসার জীবন কেমন কাটছে?
আপনাদের সবার দোয়ার ভালো আছি। আর ব্যক্তিজীবন ব্যক্তিজীবনেই থাক, এটা নিয়ে কথা না বলাই ভালো।

এদিকে গুণী এই অভিনেত্রীর আবারও অভিনয়ে ফেরার খবরে রীতিমতো আনন্দের বন্যা বইছে ভক্ত শুভাকাঙ্খীদের মাঝে। তার অভিনীত প্রায় প্রতিটি সিনেমাই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments