আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।তার এই সাক্ষাতের পর শুরু হয়েছে নতুন আলোচনা। এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম নিচে সেটি তুলে ধরা হল –
লোকে বলে, “কুত্তার লেজ কখনও সোজা হয় না”
টুপি মাথায় দিলেই ঈমানদার হয় না, মুখে এক কাজে যখন অন্য, তলে তলে দাওয়াত খেতে গিয়ে বুইন বুইন ডাকে, এগুলা হলো স্বৈরতন্ত্রের পাক্কা পিলার___সত্যিকারের মোনাফেক, যার কোনো চরিত্র নাই। যত তাড়াতাড়ি বিদায় নেয়, তাতেই জাতির মুক্তি।