Thursday, March 23, 2023
বাড়িConutrywide‘মা ব্যস্ত পরকীয়ায়’, সুইমিংপুলে ডুবে মারা গেল দুই শিশুসন্তান

‘মা ব্যস্ত পরকীয়ায়’, সুইমিংপুলে ডুবে মারা গেল দুই শিশুসন্তান

Ads

এবার রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ী এলাকায় ঘটেছে পরকীয়ার একটি ঘটনা যা খুবই বেদনাদায়ক হিসেবে রূপ নিয়েছে তার কারন হচ্ছে মায়ের পরকীয়ার কারনে গার্ডেন পার্কের সুইমিং পুলে ডুবে ভাই-বোন না ফেরার দেশে চলে গেছে। পুলিশ ও অন্যান্য সূত্র জানায়, ওই সময় শিশুটির মা পার্কে ব্যস্ত ছিলেন।

না ফেরার দেশে যাওয়া দুই শিশু হলেন- তিন বছরের ফাহিম ও পাঁচ বছরের আদিজা। শনিবার রাতে পুলিশ তাদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সময় দুই সন্তানের মা জিন্নাত আরা পার্কের ভেতরে উপস্থিত ছিলেন।না ফেরার দেশে যাওয়া দুই শিশুকে উদ্ধারের পর জিন্নাত আরাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা যায়, দুই সন্তানের পিতার নাম মোখলেছুর রহমান মিন্টু, তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের নাক্তনপুর এলাকায়। স্ত্রী-সন্তান নিয়ে নবীন গদরবাগ এলাকায় মিয়ার বাড়িতে থাকেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানান, জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক ছিল। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে শনিবার বিকেলে দুই সন্তানকে নিয়ে গদরবাগের বাড়ি থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন তিনি। বাগান পার্কে প্রবেশের পর জিন্নাত আরা দুই শিশুকে নিরাপত্তাহীন অবস্থায় রেখে পেছনের বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেম করে সময় কাটান। কীভাবে তার দুই সন্তান সুইমিং পুলে পড়ল তা তিনি জানেন না। এদিকে ঘটনার পর পরই প্রেমিক জুলহাস পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশু দুটির না ফেরার দেশে যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে স্ত্রীর পরকীয়ার কারনে সন্তানের না ফেরার দেশে চলে যাওয়ার বিষয়টি নিয়ে কথা বলেন দুই সন্তানের জনক মোখলেছুর রহমান। তিনি জানান, বিকেলে তার স্ত্রী মোবাইল ফোনে ফোন করে বলেন, দুই সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। পরে সন্ধ্যায় দুই শিশুর না ফেরার দেশে যাওয়ার খবর আসে। তিনি অভিযোগ করেন, পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে বেড়াতে গিয়ে দুই সন্তানকে না ফেরার দেশে পাঠানোরপরিকল্পনা করেন স্ত্রী।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments