Friday, March 24, 2023
বাড়িConutrywideএটা কোন ধরনের আচরণ, কালকে তোমার চাকরি যাবে, তুমি সাসপেন্ড হবা :...

এটা কোন ধরনের আচরণ, কালকে তোমার চাকরি যাবে, তুমি সাসপেন্ড হবা : কর্মকর্তাকে মেয়র আইভী

Ads

৬ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তবে আন্দোলন করতে গিয়ে তারা ময়লা ফেলে বিক্ষোভ প্রকাশ করে যা দেখে ক্ষুদ্ধ হন মেয়র আইভি। জানা যায় নগর ভবনে পরিচ্ছন্নতা কর্মীদের রোষানলে অবরুদ্ধ হন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। এদিকে ৬ দফা দাবি নিয়ে নগর ভবন ঘেরাও করেপরিচ্ছন্নতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে এ ঘটনা ঘটে। পরে মেয়র আইভী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়লা ফেলার জন্য বিক্ষোভকারীদের ওপর হামলা চালান।

আন্দোলনকারীদের দেওয়া ছয় দফা হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে কর্মরত সব পরিচ্ছন্নতাকর্মীর চাকরি স্থায়ী করা, শ্রমিকদের ন্যূনতম দৈনিক হাজিরা ৬৫০ টাকা এবং ট্রাক শ্রমিকদের ৭৫০ টাকা করা, প্রত্যেকের বেতনের সমান ঈদ ও পূজা বোনাস প্রদান করা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতার জন্য প্রতিটি ওয়ার্ডে দুটি করে ডোম নিয়োগ করা। -পরিচ্ছন্নতার সময় দুর্ঘটনায় কোনো শ্রমিক নিহত হলে তাকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, স্বাভাবিকভাবে মারা গেলে তার দাফন বা দাহের জন্য ৫০ হাজার টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পরিচ্ছন্নতাকর্মীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ছয় দফা দাবিসহ বিভিন্ন স্লোগান দিয়ে সিটি করপোরেশনের গেট অবরোধ করে। এ সময় একদল পরিচ্ছন্নতাকর্মী নগর ভবন চত্বরে ময়লা-আবর্জনা ফেলেন। কেউ কেউ গেটের ভেতরে ময়লা ফেলছে। এ সময় পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু সেটাও কাজ করেনি। পরিচ্ছন্নতাকর্মীদের এমন আচরণ দেখে মেয়র আইভী ক্ষুব্ধ হয়ে সিটি হল থেকে নেমে আসেন।

এ সময় মেয়র আইভী পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, মেয়রকে ঘেরাও করতে চান কিন্তু ময়লা ফেলছেন কেন? বাংলাদেশ সরকার কোন সিটি কর্পোরেশনে আপনার চাকরি স্থায়ী করেনি। তাহলে নগর ভবনে ময়লা ফেলার সাহস কেন? এটা কি ধরনের আচরণ? তোমাদের সবার বেতন বেড়েছে, কিন্তু আমরা টাকা দিতে পারিনি।

এ সময় তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা শ্যামলের ওপর ক্ষোভ প্রকাশ করেন। তিনি শ্যামলকে উদ্দেশ্য করে বলেন, মাসিক সভায় তাদের বেতন আট হাজার এবং বাড়ি ভাড়া বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। তুমি তাদের বলোনি কেন? তোমার সাথে তাদের সমস্যা কি? আজকের এই অবস্থা কেন? কালকে তোমার চাকরি যাবে। তোমাকে সাসপেন্ড করা হবে

 

এদিকে কর্মীদের এই দফা দাবি এবং অনাকাঙ্খিত এই ঘটনা এর এর ব্যাপারে বলতে গিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, ইতিমধ্যে পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু অর্থের অভাবে অনেককে বেতন দেওয়া হচ্ছে না। তারপরও আন্দোলনকারীরা প্রতিবাদ জানায়। পরে আমরা মেয়রসহ তাদের সরিয়ে দেই।

 

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments