এবার দেখা গেল বিমানের ককপিটে বসে খাবার কারনে দুই পাইলটকে শাস্তি দেওয়া হল। ঘটনাটি ঘটেছে ভারতে, দেশটির বেসরকারি বিমান সংস্থা ‘স্পাইসজেট’-এর ককপিটে কফি ও মিষ্টি খাওয়ার অভিযোগ উঠেছে দুই পাইলটের বিরুদ্ধে। অভিযোগের কারণে তারা আপাতত বিমান ওড়াতে পারবেন না। এই সপ্তাহের শুরুতে, ‘স্পাইসজেট’ বিমানের কন্ট্রোল প্যানেলে রাখা কফির কাপ এবং মিষ্টির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে। ছবি তোলার সময় বিমানটি ৩৭,০০০ ফুট উচ্চতায় উড়ছিল।
ছবিটি সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। ফলস্বরূপ, ভারতের এভিয়েশন রেগুলেটর এয়ারলাইনটির বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। বুধবার স্পাইসজেট জানিয়েছে যে তারা বিষয়টি দেখছে। দুই পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ডিউটিতে থাকা অবস্থায় ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তারা।
স্পাইসজেট আরও জানিয়েছে, “দুই পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।” ততক্ষণ পর্যন্ত দুই পাইলটকে বিমান ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ককপিটের ভিতরে খাওয়ার নিয়ম নেই। সেই নিয়ম লঙ্ঘনের বিষয়ে স্পাইসজেটের কঠোর নীতি রয়েছে। সমস্ত ফ্লাইট ক্রু সদস্যদের অবশ্যই সেই নিয়ম মেনে চলতে হবে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘটে ৮ মার্চ হিন্দুদের হোলি উৎসবে। ফ্লাইটটি দিল্লি থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গুয়াহাটিতে যাচ্ছিল। মাঝখানে এ ঘটনা ঘটে। বিমানের কন্ট্রোল প্যানেলে কফি পড়লে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা থাকত। এ ছাড়া মাঝ হাওয়ায় বিমানে সমস্যা হতে পারত। স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ধরনের ‘অপেশাদার আচরণের’ কারণে উভয় পাইলটের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একের পর এক বিপত্তির কারণে স্পাইসজেটকে নোটিশ দিয়েছিল। স্পাইসজেটের সময়সূচী অনুসারে, গত বছর ৫০ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছিল। এই নোটিশ পাঠানোর ১৭ দিনের মধ্যে, স্পাইসজেটের বিমান আটবার সমস্যার সম্মুখীন হয়েছিল। পরে গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞা বাড়ানো হয়।