Friday, March 24, 2023
বাড়িInternationalএমন তাণ্ডব জীবনে আর দেখিনি, এক জোড়া স্যান্ডেল ছাড়া সঙ্গে কিছুই আনতে...

এমন তাণ্ডব জীবনে আর দেখিনি, এক জোড়া স্যান্ডেল ছাড়া সঙ্গে কিছুই আনতে পারিনি : আসলান

Ads

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরুস্ক,যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত শুধু ধ্বংসস্তুপের পাহাড় দেখা যাচ্ছে। তুরস্ক এবং সিরিয়া – দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছ।দুটি দেশের শহরগুলো এখন মৃতপ্রায়। মৃতের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার।এটি ১০ হাজার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষের চোখে এখনো আতঙ্ক।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার বাসিন্দা নিলুফার আসলান বিবিসিকে বলেছেন, তার পরিবার নিশ্চিত যে তারা ভূমিকম্পে মারা যাবে। ভূমিকম্পে কেঁপে ওঠে পাঁচতলা অ্যাপার্টমেন্ট। তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা একে অপরকে একত্রিত হতে বলেছিল, যাতে মৃত্যুর ক্ষেত্রে সবাই একসাথে মারা যায়।

ভূমিকম্প থামার পর আসলান বাইরে দৌড়ে আসেন। তিনি বলেন, ‘একজোড়া স্যান্ডেল ছাড়া কিছুই সঙ্গে নিতে পারিনি। আমি আমার জীবনে এমন তান্ডব দেখিনি। আমাদের চোখের সামনে ভেঙ্গে পড়েছে পাশের একটি ভবন।

মৃতপুরী হয়ে উঠেছে তুরস্ক ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের কারনে সেখানে বহুতল বিল্ডিংগুলো মাটির সাথে একেবারে যেন মিস গিয়েছে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments