জামালপুর রিক্রিয়েশন ক্লাব লিমিটেড এর সফট ওপেনিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।তবে উদ্ভোদনের পর থেকেই নানা আলোচনা হচ্ছে সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গ একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক শামসুল আলম। নিচে তার সেই স্টাটাসটি তুলে ধরা হলো –
জামালপুরে এসব কি হচ্ছে?
মদের লাইসেন্স সহ জুয়া এবং নানা রকম মৌজমাস্তির বিশাল আয়োজন করেছে মির্জা আজম!
রিক্রিয়েশন সেন্টার জামালপুর নামে শহরের বাইপাস সড়কের (পলাশগড়) এলাকায় ১০ একর জমির ওপরে বার হাউজি সহ সব ধরনের অপকর্মের আয়োজন করা হয়েছে। ৪০০০ লোকের কাছ ৫ লাখ টাকা করে চাঁদা নিয়ে ২০০ কোটি টাকায় নির্মিত হয়েছে এই পাপের সেন্টার! গত ২৯ জানুয়ারি মির্জা আজম মোনাজাতের মাধ্যমে এই সেন্টার উদ্বোধন করলেও স্বরাষ্ট্র মন্ত্রী আবার গিয়ে ওপেন করবে!
বিনোদনের নামের এখানে সকল প্রকার ইনডোর গেইম, জিমনেসিয়াম, লেক, সুইমিংপুল, ওয়াকওয়ে, ক্যাফেটেরিয়া, আবাসিক হোটেল, কটেজসহ ৩৮ প্রকার বিনোদনের সুবিধা থাকবে। একটি লেটেস্ট মডেলে বার আছে, যাতে ৩০০ জন একসাথে বসে মদ খেতে পারবে, সাথে হাউজি এবং অন্যান্য জুয়ার আসর তো হবেই। আবাসিক ব্যবস্থাও আছে কর্পোরেট ও হাই অফিসিয়ালদের জন্য এক্টর্ট সার্ভিসও মিলে যাবে!
এটাও উন্নয়ন বটে! আজম একদিন মরে যাবে, এই পাপশালা থেকে যাবে, তখন মানুষ বলবে- ঐ দোজখ বানিয়েছে আজম!