প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রয়েছেন ভারতীয় সফরে। আর এ নিয়ে সারা দেশে যেমন হচ্ছে আলোচনা তেমনি হচ্ছে সমালোচনাও। আর এই সমালোচনার মুলে রয়েছে বিএনপি। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেসসচিব জনাব আশরাফুল আলম খোকন।পাঠকদের উদ্দেশ্যে তার লেখা একটি স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-
সম্ভবত ১৯৯৫ সালের কথা। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া দিল্লি সফরে গেলেন গঙ্গার পানি চুক্তি করতে। সফর শেষে তিনি দেশে ফিরে এলেন। সাংবাদিকরা তাঁকে জিজ্ঞেস করলেন, গঙ্গা চুক্তি নিয়ে। প্রথমে তিনি উত্তর দিলেন, গঙ্গাটা আবার কী! সাংবাদিকরা মনে করিয়ে দেওয়ার পর সুন্দর করে হেসে বললেন, ‘ওহ আমি তো ভুলেই গিয়েছিলাম’। ওই সফরে তিনি কী করেছিলেন, জাতি আজও তা জানলো না।
১৯৯৬ সালের ডিসেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে গেলেন। খালেদা জিয়া বললেন, পাঁচ বছরের চুক্তি এই জাতি মানবে না। কারণ প্রাথমিক আলোচনায় ভারত পাঁচ বছরের চুক্তি করতে রাজি হয়েছিলো। ১২ ডিসেম্বর ভারতের সাথে ৩০ বছরের গঙ্গার পানিচুক্তি সম্পাদন করলেন শেখ হাসিনা। এটা ছিলো শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা। এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে।
শুধু একটি ঘটনার কথাই বললাম। নরেন্দ্র মোদী জয়লাভের পর বিএনপি অফিসের উচ্ছ্বাস ও মিষ্টি বিতরণের সংবাদ এখনো মিডিয়াগুলোতে আছে। তাই, সেসব কথা আর নাইবা বললাম। আসলে বিএনপি ও তাদের গুজববাজদের মূল সমস্যা হচ্ছে, তারা কখনো আয়না দিয়ে নিজেদের চেহারা দেখে না। অন্যের চেহারায় খুঁত খোঁজে। মাননীয় প্রধানমন্ত্রীর ভারতে রাষ্ট্রীয় সফর নিয়ে প্রতি মুহূর্তে নতুন নতুন গুজবের জন্ম দিচ্ছে। (ফেসবুক থেকে)
প্রসঙ্গত, এ দিকে আজ দেশে ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ৪ দিনের রাষ্ট্রীয় সফরের আজ শেষ দিন। জানা গেছে আজই দেশে ফিরবেন এবং পরবর্তিতে করবেন সফর নিয়ে সংবাদ সন্মেলন।