Friday, March 24, 2023
বাড়িSportsএবার ড্রেসিংরুমে অনাকাঙ্খিত কান্ড করে বড় শাস্তির মুখে খালেদ মাহমুদ সুজন

এবার ড্রেসিংরুমে অনাকাঙ্খিত কান্ড করে বড় শাস্তির মুখে খালেদ মাহমুদ সুজন

Ads

বর্তমানে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর খেলা তবে এই খেলার মাঝেই এবার বড় শাস্তির মুখে পড়েছে খালেদ মাহমুদ সুজন। মূলত বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্ক সৃষ্টি করেছেন খুলনা টাইগার্সের এই কোচ । শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বরিশালের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে খুলনা। জয়ের জন্য যখন শেষ ৪ বলে মাত্র ৪ রান দরকার ছিল, তখন ড্রেসিংরুমের একটি দৃশ্য ধরা পড়েছিল লাইভ ব্রডকাস্ট ক্যামেরায়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও খুলনার বর্তমান টিম ডিরেক্টর ও কোচকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে। তার ধূমপানের মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এমন কাজ করার জন্য অনিবার্য শাস্তির অপেক্ষায় আছে সুজন। তার জরিমানা হওয়ার সম্ভাবনা প্রবল।

বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচের রেফারি ছিলেন সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। দেবব্রত অবশ্য এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, খেলা শেষে শেরে বাংলা স্টেডিয়াম থেকে ফেরার পর মোবাইল ফোনে ফুটেজ দেখেন তিনি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি দেবব্রত। সোজা কথায়, ড্রেসিংরুমে ধূমপান অবশ্যই ক্রিকেটের চেতনার বিরুদ্ধে।

এ মামলায় খালেদ মাহমুদের সাজা হতে পারে? জানতে চাইলে ম্যাচ রেফারি দেবব্রত পাল বলেন, ‘আমি শুধু ফুটেজ দেখেছি। আমি এখনই এই বিষয়ে মন্তব্য করতে পারছি না।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক্ষেত্রে হয় মৌখিক সতর্কতা বা ম্যাচ ফি কর্তনের সম্ভাবনাই বেশি। সূত্র আরও জানায়, সাধারণত তরুণ ও অনভিজ্ঞ ব্যক্তিরা এ ধরনের কাজ করলে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়। তবে খালেদ মাহমুদ সুজন অনেক অভিজ্ঞ। টিম ডিরেক্টরের গুরুত্বপূর্ণ পদও অধিষ্ঠিত। আর বিপিএলের শুরু থেকেই তিনি কোচ। তাই সুজনের জরিমানা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, ম্যাচ ফির ১৫ থেকে ২০ শতাংশ কাটা যেতে পারে।

উল্লেখ্য, ড্রেসিং রুমে ক্রিকেটারদের নানা মিয়মকানুন অনুসরণ করতে হয় তবে এই নিয়মের তোয়াক্কা না করে এবার শাস্তির মুখে পড়েছেন সাবেক ক্রিকেটার এবং বর্তমান খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ সুজন

Looks like you have blocked notifications!
Ads
[json_importer]
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments